ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

চেষ্ঠা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি পথচারী টাউনসন

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২২ ০৩:৩৬

মারা গেছেন অ্যান্ড্রু সাইমন্ডস৷ ছবি সংগৃহীত মারা গেছেন অ্যান্ড্রু সাইমন্ডস৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: অস্ট্রেলিয়ান ক্রিকেটে চলছে দুঃসময়৷ তবে এটি ব্যাট কিংবা বলের লড়াইয়ে নেই৷ কয়েক মাসের ব্যবধানে দেশটি হারালো তিন ক্রিকেটীয় কিংবদন্তি৷ মৃত্যু স্বাভাবিক বিষয় হলেও তা যন্ত্রণাদায়ক পরিবার- পরিজনদের জন্য৷

গাড়ি দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সে প্রাণ হারান অ্যান্ড্রু সাইমন্ডস। শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডারকে বাঁচাতে চেষ্টা করেছিলেন ওয়েলন টাউনসন নামের স্থানীয় এক ব্যক্তি।

অস্ট্রেলিয়ার টাউন্সভিলে এই দূর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ১১টায়। নাগাদ হার্ভে রেঞ্জ রোডের উপর দিয়ে গাড়িটি যাচ্ছিলেন সাইমন্ডস। অ্যালিস রিভার ব্রিজের কাছে বাঁদিকে মোড় নেয়ার সময় গাড়িটি উল্টে যায়।

শব্দ শুনে ছুঁটে আসেন টাউনসন। সাইমন্ডসকে বাঁচানোর চেষ্টায় ছিলেন তিনি। যদিও অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডারকে প্রাথমিক অবস্থায় চিনতে পারেননি তিনি।


টাউনসন বলেন, 'তিনি ওখানে আটকে ছিলেন। আমি তাকে সেখান থেকে বের করার চেষ্টায় ছিলাম। আমি সিপিআর করার চেষ্টায় ছিলাম। তার পালস পরীক্ষা করে দেখছিলাম। আমি তেমন কোনো সাড়া পাচ্ছিলাম না।'

সাইমন্ডস ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সাইমন্ডস ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন।

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

সাইমন্ডস না পারলেও, বেঁচে ফিরেছে তার দুই কুকুর

কুকুরটি সাইমন্ডসকে রেখে কোথাও যেতে চাচ্ছিল না। সাইমন্ডসের কাছ থেকে ওকে সরাতে গেলেই গর...

সাইমন্ডসের মৃত্যুতে শোকস্তব্ধ সতীর্থরা

মাত্র ৪৬ বছর বয়সে ওপারে পাড়ি জমালেন দুই বারের বিশ্বকাপজয়ী এই সাবেক অজি তারকা

চেষ্ঠা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি পথচারী টাউন...

অস্ট্রেলিয়ান ক্রিকেটে চলছে দুঃসময়৷ তবে এটি ব্যাট কিংবা বলের লড়াইয়ে নেই৷ কয়েক মাসের ব...