ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বন্যার কারণে সিলেট থেকে ঢাকায় ফিরল এইচপি স্কোয়াড

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৯ জুন ২০২২ ০৫:৩৮

শনিবার রাতেই ঢাকায় চলে এসেছেন এইচপির ক্রিকেটাররা। ফাইল ছবি শনিবার রাতেই ঢাকায় চলে এসেছেন এইচপির ক্রিকেটাররা। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ সিলেটে বন্যা পরিস্থিতির ভয়াবহ রুপ ধারণ করছে ক্রমেই। বর্তমানে সিলেট শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরের বিভিন্ন জায়গা পানিতে প্লাবিত হয়ে গেছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়ায় বিপর্যস্ত জনজীবন। ইতোমধ্যে সুনামগঞ্জের সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বন্যার কারণে বিসিবির হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প সিলেট থেকে স্থানান্তর করতে হচ্ছে বিসিবিকে। কারণ সিলেটে ক্যাম্প করা সম্ভব হচ্ছে না। শনিবার রাতেই ঢাকায় চলে এসেছেন এইচপির ক্রিকেটাররা। আগামী কিছুদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই চলবে এইচপির ক্যাম্প।

শনিবার বিকেলে এইচপির ম্যানেজার জামাল বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। জানতে চাইলে তিনি বলেছেন, ‘সিলেটে ক্যাম্প করা সম্ভব নয়। তাই ঢাকায় ফেরানো হয়েছে পুরো স্কোয়াডকে। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্স ও এইচপির ক্যাম্প চলবে।’

গত ১৫ মে ২৭ ক্রিকেটার নিয়ে কক্সবাজারে শুরু হয়েছিল এইচপি ক্যাম্প। ফিটনেসের পর্ব শেষে এইচপির ক্রিকেটাররা ২ জুন সিলেটে চলে যান। সিলেটে ৬ জুলাই পর্যন্ত স্কিল ক্যাম্প চলার কথা। কিন্তু বন্যার কারণে সিলেট ক্যাম্প করা সম্ভব হলো না। ঢাকায় ফিরতে হলো পুরো স্কোয়াডকে। 

এদিকে এবার ক্যাম্পের শেষ পর্বটা খুলনায় অনুষ্ঠিত হতে পারে। যদিও পূর্ব সূচিতে ক্যাম্পটা চট্টগ্রামে হওয়ার কথা ছিল। এর মাঝে বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে এইচপির স্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রথম তিনদিনের ম্যাচটি রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগামী ২৮-৩০ জুলাই আয়োজন করা হতে পারে।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...