জাতীয় লিগের প্রথম সেঞ্চুরি মুশফিকের
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২ ০৫:৫৬

স্পেশাল করেসপন্ডেন্টঃ আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেয়ার পর কিছুটা আড়ালেই ছিলেন মুশফিকুর রহিম। নীরবতা ভেঙে অনুশীলনে নেমেই গত মাসে ইনজুরিতে পড়েছিলেন। সেই ইনজুরির কারণে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ড খেলতে পারেননি তিনি।
অবশেষে এনসিএলের দ্বিতীয় রাউন্ড দিয়ে রাজশাহী বিভাগের হয়ে মাঠে ফিরেছেন মুশফিক। মাঠে নেমেই নিজের অভিজ্ঞতার প্রমাণ দিলেন তিনি। এনসিএলে এবার ডিউক বল নিয়ে তটস্থ ব্যাটসম্যানরা। সুইং, মুভমেন্ট সামলাতে পারছেন না বেশিরভাগ ব্যাটসম্যান। সেখানে ব্যাটিংয়ে নেমেই সেঞ্চুরি তুলে নিলেন মুশফিক।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি করেছেন তিনি। এবারের এনসিএলে এটিই কোনো ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি।
তার সেঞ্চুরিতেই ম্যাচের দ্বিতীয় দিন শেষে মঙ্গলবার প্রথম ইনিংসে রাজশাহী বিভাগের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৩ রান। ২৪২ বলে ৬টি চারে ১০৮ রান করে অপরাজিত রয়েছেন মুশফিক। ফরহাদ রেজা অপরাজিত আছেন ৫৮ রানে। এছাড়া রাজশাহীর হয়ে জুনায়েদ ৫৩, তৌহিদ হৃদয় ৩৬, প্রিতম কুমার ৫১ রান করেন। প্রথম ইনিংসে ১৩৪ রানে অলআউট হওয়া ঢাকা মেট্রো ১৯৯ রানে পিছিয়ে আছে।
-নট আউট/এমআরএস
মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন
নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের
আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর
সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...
আপনার মূল্যবান মতামত দিন: