ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

ভিন্ন চিন্তায় ব্যতিক্রম স্বপ্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২২ ১৮:৫৫

তাসকিন আহমেদ। ফাইল ছবি তাসকিন আহমেদ। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ক্রিকেট বর্তমান সময়ে রাজার খেলা৷ এটিকে রাজার খেলার আসনে প্রতিষ্ঠিত করতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভূমিকা অনেক বেশি৷ ব্যাট বলের এই খেলার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাট বলা হয় সাদা পোষাকের টেস্ট ম্যাচকে৷ তবে এই আল্টিমেট ফরম্যাট যেন বর্তমান তরুণ তারকা ক্রিকেটারদের নিকট বিরক্তির অন্যতম নাম৷ কারন খুব একটা অজানা নয় কারও৷ 

অর্থ ও অভিজ্ঞতা দুই একসাথে পাওয়ার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে চাকচিক্যের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো৷ সেখানে নিজের নাম তুলতে মরিয়া খেলোয়াড়দের লক্ষ্য শুধু সংক্ষিপ্ত ফরম্যাটেই ভালো করা৷ তাই অনেকেই টেস্ট ম্যাচকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্ঠা করে৷ কারন টেস্ট ম্যাচের ধৈর্য্য কোন কাজে আসবে না আয়োজকদের দৃষ্টি আকর্ষনে৷

এক কথায় সংক্ষিপ্ত ও টেস্ট সংস্করণ দুটো পৃথিবীর দুই ভিন্ন মরুতে অবস্থান৷ জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যতিক্রমী মানুষগুলো সবচেয়ে বড় সফলতা লাভ করে৷ বাংলাদেশ ক্রিকেটে এমনই একজন ব্যতিক্রমী ভাবনার অধিকারী তাসকিন৷ জাতীয় দল থেকে বাদ পড়ার পর যতটা পরিশ্রম করেছে তা এক কথায় প্রকাশ করা হয়তো সম্ভব নয়৷ কারন তার পরিশ্রমের ফল ভোগ করছে কোটি ক্রিকেটপ্রেমী৷ 

টাইগার শিবিরে যে কয়েকজন পেসার রয়েছে তাদের মধ্যে বর্তমানে সবার উপরে তাসকিন ৷ গতির ঝড়ের পাশাপাশি তার স্লোয়ারও ব্যাটারদের পরাজিত করতে যথেষ্ঠ কার্যকর হয়ে ওঠেছে৷ জাতীয় দলের হয়ে ধারাবাহিক অবদানের ফলস্বরূপ পেয়েছিল আইপিএলে খেলার প্রস্তাব৷ তবে ফর্মের তুঙ্গে থাকা তাসকিন টেস্ট ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এক্ষেত্রে বাকি সবার থেকে আলাদা হয়েছেন এই বোলার৷ বাহবা পাচ্ছেন দেশবাসীর, সাথে সতীর্থ থেকে শুরু করে শুভাকাঙ্খীদের৷  

প্রতিটি বিষয়ের দুইটি দিক থাকে৷ একটি ভালো দিক, আরেকটি খারাপ দিক৷ অবশ্যই ফ্র্যাঞ্চাইজি লিগেও ভালো দিক রয়েছে৷ তা হলো বিশ্বের অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে সহজে ড্রেসিংরুম ভাগাভাগি করে আরও অভিজ্ঞ ও সমৃদ্ধ হয় প্রতিভাবান খেলোয়াড়রা৷ তবে দেশ কোন কিছু উর্ধ্বে নয়৷ তাই দেশমাতৃকার প্রতি ভালোবাসার টানে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন হাসিমুখে৷ 

তাসকিনের স্বপ্ন ব্যতিক্রম, চিন্তা চেতনা আর দশ জনের চেয়ে ভিন্ন তা তাসকিনের কথাতেই স্পষ্ট৷ আল্টিমেট চ্যালেঞ্জিং সংস্করণে ওয়ার্ল্ড ক্লাস বোলার হওয়ার স্বপ্ন দেখতেও প্রয়োজন নিখুঁত আত্মবিশ্বাস৷ আর সেটি যে তাসকিন নিজের মধ্যে ধারন করেছে তা বলার অপেক্ষা রাখেনা৷ 

গৌতম গাম্ভীরের প্রস্তাবে রাজি হলেই এক মৌসুমে তাসকিন হতে পারতেন কোটি টাকার মালিক৷ তব তাসকিনের চিন্তার মত তাসকিনের স্বপ্ন ভিন্ন৷ সেই ভিন্নতার জায়গা থেকে এই বোলার স্বীকার করেন, ‘টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন ফরম্যাট। টেস্টে ভালো করতে পারলে নিজের কাছেও অনেক ভালো লাগে। বাকি দুই ফরম্যাটের মত এই চ্যালেঞ্জিং ফরম্যাটেও নিয়মিত খেলা তো আমার স্বপ্ন।' সেই লালিত স্বপ্ন পূরণে রাজি হয়নি লাখ লাখ টাকার প্রস্তাবে৷ 

প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে এসব লিগে খেলার৷ তাসকিন নিজেও স্বপ্ন দেখতেন আইপিএল মাতানোর৷ স্বপ্ন পূরণের সুযোগ যখন একটি উত্তরের উপর নির্ভর ছিল তখন এই বোলার বেঁছে নিয়েছেন দেশপ্রেমকে৷ এমন ঘটনা বর্তমান ক্রিকেট বিশ্বে সত্যিকার অর্থেই বিরল৷ অর্থের ঝলকানিকে দেশপ্রেম নগণ্য৷ 

তাসকিন যেমন জানেন উত্থানের সুখ তেমনি জানেন পতনের দূর্বিষহ কষ্ট৷ জানেন ফিরে আসার গল্প লিখতে৷ সেই ছোট গল্পকে মহাকাব্যে রচনা করতে যা প্রয়োজন সেটিও জানা আছে এই গতিদানবের৷

 

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।