সাকিব না থাকলে দ্বিধায় পড়তে হয় : ডমিঙ্গো
প্রকাশিত: ১ এপ্রিল ২০২২ ২৩:৫৯

নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজে ইতিহাস রচনার পর লক্ষ্য এখন সাদা পোষাকেও রঙ্গিন চিত্র তৈরীর৷ গতকাল শুরু হওয়া প্রথম টেস্টে টস জিতে মমিনুলের ব্যাটিং করার সিদ্ধান্তে শুরু হয়েছে কিছুটা সমালোচনা৷
আফ্রিকার বাকি সব ভেন্যুর চেয়ে ডারবানে ব্যাটারদের তুলনায় বোলারদের দাপট একটু বেশি থাকে। অথচ এমন কন্ডিশনেও বাংলাদেশ প্রতিপক্ষের মাঠে খেলতে নেমেছে ৪ বোলার নিয়ে। যার মধ্য ৩ জনই পেসার।
প্রথম ম্যাচের ম্যাচের পূর্বে টিম টাইগার ৪ বোলার খেলাবে নাকি ৫ বোলার- এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত ৪ বোলার নিয়েই সাজানো হয়েছে একাদশ। সাকিবের অনুপস্থিতে এমন দল সাজাতে হয়েছে বলে মন্তব্য করেন হেড কোচ রাসেল ডোমিঙ্গ৷
রাসেল ডমিঙ্গো বলেন, সাকিব দলে না থাকা মানে পরিস্থিতি ভিন্ন কিছু৷ দলের বর্তমান যে অবস্থা তাতে করে যতদিন সাকিব থাকবে না কিংবা সাকিবের বিকল্প আসবে না তার আগ পর্যন্ত ৪ বোলার নিয়েই খেলতে হবে বাংলাদেশকে।
ডমিঙ্গো বলেন, ‘আমাদের বোলাররা এখন পরিপক্ক হয়ে উঠেছে৷ বিশেষ করে পেসারদের উপর পূর্ণ আস্থা রাখার উত্তম সময় এখন। যদিও খালেদ সবেমাত্র চতুর্থ টেস্ট খেলছে। কিন্তু সে দীর্ঘদিন জাতীয় দলের সাথে রয়েছে৷ এছাড়া এবাদত ও তাসকিন রয়েছে।'
ডারবানের এই মাঠে সময়ের ব্যবধানে আর কার্যকরী হয়ে ওঠেন স্পিনাররা। এমন ধ্রুব সত্যের পরেও বাংলাদেশ দল অবশ্য আরেক স্পিনার নেওয়ার সাহস দেখায়নি। ডমিঙ্গো আরও জানান, ‘তারা এমন এক উইকেটে খেলছে যেখানে বোলাররা সুবিধা পাবে। পাঁচ বোলার হলে ভালোই হত। ঠিক এ জায়গাতেই সাকিব এত তফাৎ গড়ে দেয়। ও না থাকায় আমরা ব্যাটিং শক্তিশালী করব নাকি বোলিং এ নিয়ে দ্বিধায় পড়ে যাই।’
-নট আউট/এমআরএস/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: