আকস্মিক সুযোগে বাজিমাত খালেদের
প্রকাশিত: ২ এপ্রিল ২০২২ ০৮:৪২

নিউজ ডেস্কঃ জীবন প্রতিটি মানুষকে অন্তত একটি সুযোগ দেয়৷ সে সুযোগ কাজে লাগিয়ে অধিকাংশই নিজের সফলতাকে নিয়ে যায় মাউন্ড এভারেষ্ট সমান উচ্চতায়৷ অলতি গলিতে সফলতার এমন জলন্ত উদাহারনের মোটেও কমতি নেই৷
দক্ষিন আফ্রিকার মাটিতে রঙ্গিন পোষাকে সাত রং অর্থ্যাৎ রংধনুর মত করেই সিরিজ সাজিয়েছিল টিম বাংলাদেশ৷ সেই ধারাবাহিকতায় টেস্ট সিরিজেও পুরো দল বুনেছিল ঝকমকে এক স্বপ্ন৷ তবে ম্যাচ শুরুর দিন টাইগার শিবিরে আসে তামিম ও শরিফুলের অনুপস্থিতির সংবাদ৷ এতে পরিকল্পনায় আনতে হয় পরিবর্তন৷ সাথে নিতে হয় নতুন সিদ্ধান্তে৷ তবে সেই সিদ্ধান্ত মোটেও যে ভুল হয়নি তা মেঘহীন আকাশের মতই পরিস্কার৷
বাংলাদেশ দলে বর্তমান সময়ে বামহাতি বোলার শরিফুলের গুরুত্ব যতটা সেই বিবেচনায় নিয়মিত একাদশে থাকাটই স্বাভাবিক৷ তবে ইনজুরির কারনে তার পরিবর্তে সুযোগ পায় খালেদ আহম্মেদ৷ ক্যারিয়ারের চতুর্থ ম্যাচ খেলতে নামার আগে বোলিংয়ে পুরোদমে মলিন ছিল এই বোলার৷ ঝুলিতে তিন ম্যাচে ছিল মাত্র এক উইকেট সাথে বোলিং গড় প্রায় তিনশত৷
তবে আকস্মিক সুযোগে সফলতাকে তালুবন্দী করে নিয়েছেন ২৯ বছর বয়সী এই বোলার৷ চার বছরের টেস্ট ক্যারিয়ারে ম্যাচ সংখ্যা মোটে তিন আবার নিয়মিত বোলারদের উপস্থিতিতে বসেই কাটাতে হতো দিনের পর দিন৷ সাথে ছিল ইনজুরির ছোবল৷ তাই আফ্রিকার মাটিতে একাদশে থাকাকে একপ্রকার আকস্মিক সুযোগ বলাই যায়৷
ডারবানে বোলিং জাদুতে যেমন পরাস্ত করেছে ব্যাটারদের৷ তেমনি মুগ্ধ করেছেন টিম ম্যানেজম্যান্ট সহ সকলকেই৷ প্রশংসায় ভেসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাথে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে অভাব পূরণ করেছেন শরিফুলের৷ এক কথায় অনন্য অসাধারণ৷
কথায় রয়েছে ম্যাচ ব্যাটাররা জিতালেও সিরিজ বা টূর্ণামেন্ট জেতাতে প্রত্যক্ষ অবদান লাগে বোলারদের৷ বাংলাদেশের বোলাররা বিশেষ করে পেসাররা বর্তমানে সফলতা খুজে পাচ্ছে দেশের বাইরেও৷ যেটি দলের জন্য ভালো সাথে একজনের অভাব আরেকজন পূরণ করছে এটি সত্যিকার অর্থে বড় দলে পরিণত হওয়াকে ইঙ্গিত করে৷
-নট আউট/এমআরএস/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: