ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

প্রথম সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় জয়

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২ ০৪:২০

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দেখা পেলেন জয়। ফাইল ছবি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দেখা পেলেন জয়। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ডারবানে প্রথম টেস্টের প্রথম ইনিংসে যখন পুরো দল খাবি খাচ্ছিল তখন বিপদের কান্ডারি হিসেবে নিজেকে প্রমাণ করলেন মাহমুদুল হাসান জয়৷ টেস্ট ক্যারিয়ারে প্রথমবার স্পর্শ করলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার ৷  সঙ্গে গড়লেন একাধিক রেকর্ডও। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধে প্রথম কোন বাংলাদেশী হিসেবে এই সুখকর কৃর্তী গড়লেন ওপেনিংয়ের গুরু দায়িত্ব পাওয়া তরুণ এই ব্যাটার৷ 

স্বাগতিক স্পিনার হামারের বিপক্ষে রীতিমত পরাস্ত মমিনুল, মুশিফকরা৷ সুযোগ পেয়েও কাজে লাগাতে পুরোদমে ব্যর্থ আরেক ওপেনার সাদমান৷ লিটন দলের লাগাম টেনে ধরার চেষ্ঠা করলেও শেষ অবধি করে উঠতে পারেননি৷

এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ ৭ উইকেটে ২৫২ রান। পিছিয়ে ১১৫ রানে। জয় অপরাজিত ১০৩ রানে, মিরাজের ব্যাট থেকে এসেছে ২৪ রান।

 

-নট আউট/এমআরএস/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।