প্রথম সেঞ্চুরিতেই দ্রাবিড়, শচীনের পাশে জয়
প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২ ১০:৫৬

স্পেশাল করেসপন্ডেন্ট: ডারবানের কিংসমিডে শনিবারের সেঞ্চুরি দিয়ে ইতিহাস গড়েছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেছেন তিনি। ১৩৭ রানের ইনিংস দিয়ে বাংলাদেশের এই তরুণ নাম লিখিয়েছেন কিংবদন্তিদের পাশে। তার সেঞ্চুরিতেই বাংলাদেশ প্রথম ইনিংসে ২৯৮ রান করেছে। যদিও ম্যাচের তৃতীয় দিন শেষে ৭৫ রানে পিছিয়ে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বরাবরই সংগ্রাম করেছেন এশিয়ান ব্যাটসম্যানরা। এখন অব্দি মাত্র ২২ জন এশিয়ান ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মাটিতে।
সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি আছে ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। লিটল মাস্টারের পর ২টি করে সেঞ্চুরি আছে বিরাট কোহলি, আজহার মাহমুদ, থিলান সামারাবীরার। প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরির অনন্য তালিকায় বাংলাদেশের নাম ঢুকে পড়ল শনিবার জয়ের মাধ্যমে।
এদিন রাহুল দ্রাবিড়, শচীনের পাশেও নিজের নামটা খোদাই করে ফেলেছেন ২১ বছর বয়সী এই তরুণ। কিংসমিডে ৩২৬ বল খেলে জয় ১৩৭ রান করেছেন। এশিয়ার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনশোর বেশি বল খেলেছেন তিনি। বাংলাদেশের এই তরুণের সামনে শুধু দ্রাবিড় ও শচীন। ১৯৯৭ সালে ১৪৮ রানের ইনিংসে দ্রাবিড় খেলেছেন ৩৬২ বল। ২০১১ সালে ১৪৬ রান করতে শচীন খেলেছেন ৩১৪ বল।
এই ইনিংস খেলতে জয় উইকেটে ছিলেন ৪৪২ মিনিট। এখানে মাত্র চার এশিয়ান ব্যাটসম্যান চারশোর বেশি মিনিট ব্যাটিং করেছেন। দ্রাবিড় ৫৪১ মিনিট, শচীন ৪৬৫ মিনিট ব্যাটিং করেছিলেন। লোকেশ রাহুল ৪০২ মিনিট উইকেটে ছিলেন।
এশিয়ার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটা দক্ষিণ আফ্রিকায় পেয়েছেন জয়। এর আগে ১৯৯২ সালে ভারতের প্রাভীন আমরে, ২০০১ সালে শেবাগ প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন এখানে।
বাংলাদেশের জয়সহ এশিয়ার ছয় ওপেনার সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকায়। বাকিরা হলেন ওয়াসিম জাফর, দিমুথ করুনারত্নে, লোকেশ রাহুল, সাঈদ আনোয়ার ও তৌফিক উমর।
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: