ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

জয় দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছেন: ফিল্যান্ডার

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২ ১৪:২০

সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার। ফাইল ছবি সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলের সাদা পোষাকে নতুন ওপেনার যুব বিশ্বকাপ জয়ী খেলোয়াড় মাহমুদুল হাসান জয়৷ নিজের ক্যারিয়ারে তৃতীয় ম্যাচে এক প্রকার ঝলক দেখিয়েছেন দারুনভাবেই৷ জয়ের ব্যাটিংয়ে রীতিমত মুগ্ধ দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ভারনন ফিল্যান্ডার। প্রোটিয়া এই তারকা মনে করেন, জয় বিস্ময়কর এক প্রতিভা।

জয়ের ভবিষ্যৎ নিয়ে সাবেক অলরাউন্ডার মনে করেন, জয়ের ভবিষ্যত অনেক উজ্জ্বল। ডারবান টেস্ট দেখার ফাঁকে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘সে অনেক মেধাবী। কঠিন কন্ডিশন, অনেক ব্যাটার সাজঘরে, এমন পরিস্থিতিতে দৃঢ় মানসিকতার পরিচয় দিচ্ছে। সে বিস্ময়কর প্রতিভা। এখন মাত্র ২১ বছর বয়স, আমি মনে করি তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।’

টস জিতে ম্যাচে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সেই সিদ্ধান্ত এসেছে বুমেরাং হয়ে। দক্ষিণ আফ্রিকার ৩৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে জয় ছাড়া বাকি সবারই হিমশিম খাওয়ার দশা।

তবে ফিল্যান্ডার মনে করেন, চাপ সামলে ব্যাট করতে পারলে এখনও উইকেট থেকে ব্যাটারদের সুবিধা আদায় করা সম্ভব। উইকেটকে এখনও ব্যাটিং বান্ধব মনে হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ। চ্যালেঞ্জ থাকবে। কিন্তু চাপ সামলে রান বের করা সম্ভব।’

 

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।