রান পাহাড়ের পথে প্রোটিয়ারা, ব্যাকফুটে বাংলাদেশ
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২ ০২:৩৭

নট আউট ডেস্কঃ বিনা উইকেটে ৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দিয়েছে রান পাহাড়ের ইঙ্গিত। এমনিতেই একটা বোলার কম নিয়ে বাংলাদেশ খেলছে ডারবান টেস্ট, তার উপর দলের ইনফর্ম পেসার তাসকিনের ইনজুরিতে বাংলাদেশকে দিয়েছে বড় ধাক্কা।
চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশের একমাত্র সাফল্য সারেল আরউইকের উইকেট। দলীয় ৪৮ রানের মাথায় এই ওপেনারকে ফেরান পেসার এবাদত হোসেন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ রানে।
অবশ্য এদিন আম্পায়ায়দের একাধিক ভুল সিদ্ধান্ত বাংলাদেশকে পিছিয়ে দিতে রেখেছে বড় অবদান। সেই সঙ্গে মাঠের ফিল্ডিংয়েও এদিন বাংলাদেশ ছিল ছন্নছাড়া। ব্যক্তিগত ৩৪ রানে নাজমুল হোসেন শান্ত ও ৪৩ রানে ইয়াসির আলী চৌধুরীর হাতে দুইবার জীবন পাওয়া ডিন এলগার তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। দলের প্রয়োজনে লাঞ্চের আগে অবশ্য বল হাতে তুলে নিয়েছেন তাসকিন আহমেদেও। তাতেও ভাঙা সম্ভব হয়নি এলগার-পিটারসেন জুটির।
প্রথম সেশন শেষে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০৫ রান, লিড বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ রানে। একাধিক জীবন পাওয়া ডিন এলগার অপরাজিত ৬২ রানে। আম্পায়ারের কল্যানে বেঁচে যাওয়া কিগান পিটারসেন অপরাজিত ২১ রানে।
-নট আউট/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: