ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

তাসকিন, শরীফুল দেশে ফিরছেন ৫ এপ্রিল

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২ ০৫:৪৬

ইনজুরিতে পড়েছেন এই দুই পেসার। ফাইল ছবি ইনজুরিতে পড়েছেন এই দুই পেসার। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেলে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের। ইনজুরি কারণে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরছেন দুই ফাস্ট বোলার। ডারবানে চলমান সিরিজের প্রথম টেস্টের পর ৫ এপ্রিল দেশে ফিরে আসছেন তারা। 

রোববার সন্ধ্যায় জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। কাঁধের ইনজুরিতে পড়েছেন ডানহাতি পেসার তাসকিন। খেলতে পারবেন না দ্বিতীয় টেস্ট। তাই তাকে ফেরত পাঠানো হচ্ছে। প্রথম টেস্টেও তার পূর্ণ সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। ইনজুরির কারণে সেরাটা দিতে পারছেন না তিনি।

টানা তিন ফরম্যাট খেলে ক্লান্ত শরীফুলকে প্রথম টেস্টে বিশ্রাম দেয়া হয়েছিল। এবার দ্বিতীয় টেস্টও তিনি খেলবেন না। ইনজুরির কারণে বাঁহাতি এ পেসারের ছোটখাট একটা সার্জারি হবে। তবে সেটি বড় কোনো কিছু নয়।

আজ প্রধান নির্বাচক এই প্রসঙ্গে বলেছেন, ‘হ্যাঁ, ওরা দুজন (তাসকিন, শরীফুল) চলে আসবে। ওরা ৫ এপ্রিল আসবে প্রথম টেস্টের পর। তাসকিনের ইনজুরি কাঁধে। শরীফুলের ছোট একটা সার্জারি হবে। মেজর কিছু নয়।’

তাসকিন-শরীফুলকে হারালেও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ শিবিরে চার জন্য ফাস্ট বোলার আছেন। তাদের নিয়েই পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, খালেদ আহমেদ এবং শহীদুল ইসলাম আছেন দলে।

 

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।