ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ডারবানে বড় হার, ৫৩ রানে অলআউট বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২ ০১:৪১

কেশব মহারাজ শিকার করেন ৭ উইকেট। ছবি: গেটি ইমেজ কেশব মহারাজ শিকার করেন ৭ উইকেট। ছবি: গেটি ইমেজ

 স্পেশাল করেসপন্ডেন্ট: স্পিন বোলিংটা বাংলাদেশের ব্যাটসম্যানদের নখদর্পনে। ঘরোয়া ক্রিকেটে দেশের মাটিতে উঠতে-বসতে স্পিন খেলেন। কিন্তু সেই চেনা অস্ত্রেই ডারবানে আজ ধ্বসে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পঞ্চম দিনের সকালে ১ ঘন্টায় শেষ ম্যাচ। যেন শুধু আনুষ্ঠানিকতার জন্যই পঞ্চম দিনে এসেছিল ম্যাচটি। 

সোমবার কিংসমিডে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ২২০ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ২৭৪ রানের টার্গেটে খেলতে নামা টাইগাররা গতকালই ১১ রানে ৩ উইকেট হারিয়েছিল। আজ সকালেও ব্যাটিং ব্যর্থতা, আসা-যাওয়ার মিছিল থামেনি। মাত্র ১৯ ওভার স্থায়ী হয়েছিল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ৫৩ রানে অলআউট হয়ে গেছে মুমিনুল বাহিনী। 

দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। আগামী ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

আগের দিন আউট হয়েছিলেন দুই ওপেনার সাদমান, জয় ও মুমিনুল। আজ সকাল থেকেই আবারও সেই ব্যাটিং দুঃস্বপ্ন। সোমবার ১৩ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। শুরুটা মুশফিকুর রহিমকে দিয়ে। অভিজ্ঞ এ ব্যাটসম্যান টানা ব্যর্থ সাদা পোশাকে। রানের খাতা খোলার আগে এলবির ফাঁদে পড়েছেন মহারাজের বলে।

এই বাঁহাতি স্পিনারই শেষ করে দিলেন বাংলাদেশকে। লিটন, ইয়াসির আলী, খালেদ, তাসকিন তার শিকার হন। ৩২ রানে ৭ উইকেট নিয়েছেন মহারাজ। হার্মার নিয়েছেন ৩ উইকেট। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার পর এই প্রথম দক্ষিণ আফ্রিকার স্পিনাররা এক ইনিংসে প্রতিপক্ষের ১০ উইকেট নিলেন।

শান্ত সর্বোচ্চ ২৬, তাসকিন ১৪ রান করেন। দলের আর কেউ দুঅঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি।

 

-নট আউট/এমজেএ/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।