ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন মুমিনুল
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২ ০২:৩১

নিউজ ডেস্কঃ আফ্রিকায় স্বাগতিকদের বিরুদ্ধে প্রথম টেস্ট সুখকর হয়নি বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় ২২০ রানের বিশাল পরাজয় বরণ করেছে মমিনুল বাহিনী। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে অল-আউট হয়ে গেছে মুমিনুল হকের দল। এই লজ্জাজনক ব্যাটিংয়ের পেছনে কোনো অজুহাত দেখাতে রাজি নন অধিনায়ক মুমিনুল। তবে উইকেট যে আচরণ করেছে তাতে তিনি খুব বিস্মিত।
ম্যাচ শেষে সাংবাদিকদের কাপ্তান মুমিনুল বলেন, 'আমি টস জিতে বোলিং নিয়েছি কারণ তিন পেসার আছে, উইকেট থেকে সুবিধা নেওয়ার জন্য। আরও একজন পেসার কিংবা আরেকজন স্পিনার নেওয়ার কথা বলতে পারেন। আরেকটা অপশন ৬টা ব্যাটার নিয়ে খেলা। বাংলাদেশ এখনো ওই পর্যায়ে যায়নি যে ৬ ব্যাটার আর পাঁচ বোলার নিয়ে বিদেশে খেলা যাবে। আপনাকে রিসোর্সটা বুঝতে হবে। দক্ষিণ আফ্রিকায় হয়তো চার নাম্বার কিংবা পাঁচ নাম্বার দিনে বল ঘুরে। '
ডারবানের এমন উইকেটে আরও একজন স্পিনার খেলানো যেত কিনা- এমন প্রশ্নে মুমিনুলের জবাব, 'উইকেট দেখে অবশ্যই আমি সারপ্রাইজ। তবে আমার কাছে মনে হয় না খুব বেশি বল ঘুরেছে। আমরা যারা আউট হয়েছি বেশিরভাগই সোজা বলে। দ্বিতীয় ইনিংসে দেখেন জয় তারপর মুশফিক ভাইকে দেখেন, সোজা বলে আউট হয়েছে। সত্যি কথা বলতে, আমরা খুব বাজে ব্যাটিং করেছি, আর বোলাররা ভালো বল করেছে। '
-নট আউট/এমআরএস/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: