কাল বিকেলে আসছেন তাসকিন-শরীফুল
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২ ০৩:১৭

স্পেশাল করেসপন্ডেন্টঃ ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেছে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের। দ্বিতীয় টেস্টে তাদেরকে পাবে না বাংলাদেশ দল। আগামীকাল দুজনই দেশে ফিরে আসছেন। মঙ্গলবার বিসিবি থেকে জানা গেছে, বুধবার বিকেল পৌনে ৫টায় ঢাকায় ফিরছেন দুই ফাস্ট বোলার। আজ দক্ষিণ আফ্রিকা থেকে দেশের পথে বিমানে উঠছেন তারা।
প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ডান হাতের কাঁধে ব্যথা পেয়েছেন তাসকিন। পরে পেইনকিলার খেয়ে দ্বিতীয় ইনিংসে বোলিং করেছেন ডানহাতি এই পেসার। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে তার। তাই দেশে ফেরার পর রিহ্যাব চলবে তাসকিনের।
শরীফুলকে প্রথম টেস্টে বিশ্রাম দেয়া হয়েছিল। ওয়ানডে সিরিজেই বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পান বাঁহাতি এই পেসার। এমআরআই করার পর তার গ্রেড ওয়ান লিগামেন্ট ইনজুরি ধরা পড়েছে। তার রিহ্যাব ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এপ্রিলের শেষ দিকে অনুশীলন শুরু করতে পারবেন শরীফুল।
এদিকে ডারবানে ২২০ রানে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল। আগামী ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: