ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সাকিবের পরিবারে নেমেছে শোকের ছায়া

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২ ২৩:০৫

সাকিব আল হাসান। ফাইল ছবি সাকিব আল হাসান। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলের আস্থা সাকিব আল হাসান৷ বেশ কয়েকদিন ধরেই পরিবারের অসুস্থতার কারনে মনোনিবেশ করতে পারছিলেন না ক্রিকেটে৷ দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর মারা গেছেন শ্বাশুড়ি ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ভোররাত (শনিবার) আনুমানিক ৩:৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকার সময়ে শ্বাশুড়িসহ পরিবারের কয়েকজন সদস্যের অসুস্থতার কথা জানতে পারেন সাকিব। পরে ওয়ানডে সিরিজ শেষ করে তিনি দেশে ফেরেন। তার শ্বাশুড়ি বেশি অসুস্থ হয়ে পড়লে সিএমএইচে ভর্তি করানো হয়। এসময় সাকিবের মাও অসুস্থ ছিলেন। দেশে ফিরে তিনি পরিবারকে সময় দেন।

গত ১ এপ্রিল সাকিব মেয়ে আলাইনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান। আলাইনার স্কুল চালু হওয়ায় তাকে যুক্তরাষ্ট্রে আসতে হয়েছিলো। তবে সাকিবের স্ত্রী শিশির ছোট মেয়ে ও ছেলেকে নিয়ে মায়ের সঙ্গে দেশেই ছিলেন।

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।