আমি জানি কীভাবে রান করতে হয়: মুমিনুল
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২ ০৮:১২

স্পেশাল করেসপন্ডেন্টঃ ব্যাটিং গড় চল্লিশের (৩৯.৪৮) নিচে নেমে গেছে। দক্ষিণ আফ্রিকায় চার ইনিংসে করেছেন মাত্র ১৩ রান। মুমিনুল হকের ব্যাটে মরিচা ধরেছে বললে ভুল হবে না।
অথচ চার নম্বরের মতো গুরুত্বপূর্ণ পজিশনে টেস্টে মুমিনুল বাংলাদেশের বড় ভরসা। যেখানে এখন রান নেই। দল টানা দুই টেস্টে বাজে ব্যাটিংয়ে হেরেছে। সঙ্গত কারণেই ব্যাটিং ব্যর্থতার সঙ্গে নেতৃত্বের ব্যর্থতায় সমালোচিত মুমিনুল।
তবে প্রোটিয়াদের বিরুদ্ধে রান না করলেও খুব একটা উদ্বিগ্ন নন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে ব্যাটিংয়ে নিজের ভুল স্বীকার করেছেন তিনি।
সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং ব্যর্থতা নিয়ে মুমিনুল বলেন, ‘দুই-এক ম্যাচ খারাপ খেলতেই পারেন, তার মানে এই না যে আমি আমার জায়গায় নাই। একটা ইনিংসে শুধু রান হয় নাই। খুব একটা উদ্বিগ্ন না। আমি জানি কীভাবে রান করতে হয়। আমি এর আগেও এমন ছিলাম, বড় রান করেছি এরপরও।’
স্পিনের বিপক্ষে ব্যাটিংয়ে নিজের ভুল স্বীকার করে মুমিনুল বলেন, ‘এক্সিকিউশনে ভুল ছিল, প্রথমে দুই-একটা আউট ছিল, কিছু করার ছিল না। আবার কিছু এক্সিকিউশনে ভুল ছিল। এমন না যে এমন স্পিনে খেলি না।’
দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ১১ সেঞ্চুরি করা মুমিনুল আজ দ্বিতীয় ইনিংসে সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন। বাড়তি বাউন্সের কারণে সুইপ করতে যাওয়া এই বাঁহাতির ব্যাটের উপরে লেগেছে বল। ইয়াসিরের ক্ষেত্রেও একইরকম হয়েছিল।
নিজের খেলা শট নিয়ে মুমিনুল বলেছেন, ‘আমার আউটটা, রাব্বির আউটটা ওপর দিয়ে মারা ঠিক হয়নি, যেহেতু বল স্পিন করছিল। স্কয়ার অব দ্য উইকেটে খেলাই ভালো ছিল। আগেও বলেছিলাম, ওপরের অপশন নেওয়া ঠিক না, নিচেরটা নেওয়া ভালো।’
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: