স্বপ্নেও ভাবিনি আফ্রিকায় এমন উইকেট হবেঃ রাজ্জাক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২ ২১:৫৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দল রীতিমত খাবি খেয়েছে প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোষাকে। অথচ সফরের শুরুতে রঙ্গিন পোষাকে জয়ের পর আল্টিমেট ফরম্যাটে জয়ের স্বপ্ন ছিল আরও রঙ্গিন। অথচ তরুণ জয়ের শতক ও তাইজুলের এক ইনিংসে বল হাতে ঝলক ছাড়া প্রাপ্তি শূন্য মমিনুল বাহিনীর।
টেস্টে বাংলাদেশের এমন পরাজয় মোটেও নতুন কিছু নয়। তবে নতুনকিছুর মধ্যে যা অনন্য তা হলো আফ্রিকায় পেসারদের পরিবর্তে রাজত্ব করেছে স্পিনাররা। দীর্ঘসময় পেসারদের ধারাবাহিকতায় প্রচলিত প্রবাদ হয়েছিল এশিয়ার বাইরে সব এশিয়ার বাইরের সব কন্ডিশনেই হয়ত রাজত্ব থাকে পেসারদের।
আফ্রিকান পেসারদের সামলাতে সফরের পূর্বে বগুড়ার সবুজ উইকেটে ক্যাম্প করেছিল টিম টাইগার। তবে সেটি কাজে আসেনি খুব বেশি। এমন উইকেটে অবাক বাংলাদেশে ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক।
রাজ্জাক বলেন, ‘আমরা আশা করিনি ওখানে এরকম স্পিন সহায়ক উইকেট হবে। শুধু কেশব মহারাজ না, ওদের অফ স্পিনারও (সিমন হার্মার) বেশি টার্ন করিয়েছে। দক্ষিণ আফ্রিকার উইকেটে টার্ন হচ্ছে, এটা দেখে সবার অবাক লাগার কথা। অন্তত আমার কাছে অবাক লেগেছে।’
খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকায় এমন উইকেট দেখেননি জানিয়ে রাজ্জাক আরও জানান, আমাা কল্পনায় ছিল না এমন উইকেট৷ মহারাজের কার্যকারিতা আরও ভড়কে দিয়েছে বাংলাদেশকে, ‘আমি যতদিন খেলেছি, কখনও এরকম ঘুরতে দেখিনি। হয়ত হঠাৎ করে হয়েছে জিনিসটা। আর কোনো খেলোয়াড় বেশি ভালো করে ফেললে প্রতিপক্ষ খেলোয়াড়রাও ওকে নিয়ে বেশি ভাবে। এর মানেই হল ঐ বোলারের ভালো করার সুযোগ বেশি।’
‘তাইজুল একদম খারাপ করছে না। এনসিএলেও বেশ কিছু উইকেট পেল। অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাদের সাথে ওর তুলনা করা ঠিক না। আশা করি ও আরও ভালো করবে।’
-নট আউট/এমআরএস/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: