ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আকবরদের সাবেক গুরু তামিমদের প্রতিপক্ষ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২ ০৮:০৯

বাংলাদেশ যুব বিশ্বকাপ জয়ী কোচ ৷ ফাইল ছবি৷ বাংলাদেশ যুব বিশ্বকাপ জয়ী কোচ ৷ ফাইল ছবি৷

বাংলাদেশ ক্রিকেট সংগ্রহশালায় উপরের তালিকায় থাকবে ২০২০ সালে যুববিশ্বকাপ জয়ের স্মৃতি। বোন হারানোর শোককে শক্তিতে পরিণত করে আকবরের বাহিনীর নিরলস চেষ্ঠা, ইনজুরি নিয়েই দেশের জন্য ইমনের লড়াই, কিংবা সাকিব, শরিফুলের আগ্রাসনের সমষ্ঠি সবই ছিল সেবারে মাদিবার রাষ্ট্রে। বিশাল এই সাফল্যের পেছনে গুরু নাভিদ নাওয়াজের যথেষ্ঠ অবদান ছিল।

২০১৮ সালে ক্রিকেট পরিবারের ছোট সন্তানদের দায়িত্ব নেওয়ার পর কথা দিয়েছিল দলকে শ্রেষ্ঠ করার চেষ্ঠা করবে। নিজের দেওয়া কথা রাখতে সক্ষম এই কোচের সাথে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি থাকলেও চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশকে বিদায় বলেছেন তিনি।

আরও পড়ুনঃ বাবর হচ্ছে এই যুগের ব্র্যাডম্যান ও লারা: রশিদ

সদ্য নিয়োগ পাওয়া শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউডের সহযোগী হিসেবে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবেন নাভিদ, শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে। বাংলাদেশে লঙ্কানদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি। সিলভারউড প্রধান কোচ হিসেবে নিয়োগ না পেলে নাভিদকেই বাংলাদেশ সফরে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল শ্রীলঙ্কা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র জানিয়েছে, চাকরি ছাড়ার ৩ মাস আগে অবহিত করার নিয়ম থাকলেও নাভিদকে ইতোমধ্যে তার নতুন চাকরিতে যোগদানের সবুজ সংকেত দেওয়া হয়েছে। তাই বাংলাদেশের সাথে আপাতত সম্পর্কের ইতি ঘটল নাভিদের।

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।