নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২ ০৮:৫৯

স্পেশাল করেসপন্ডেন্টঃ বৈশ্বিক ঋণের জালে জর্জরিত শ্রীলঙ্কা। অর্থনৈতিক সংকটে কঠিন সময় পার করছে দ্বীপদেশটি। দ্রব্যমূল্য বেড়ে গেছে কয়েকগুণ। বিদ্যুৎ, জ্বালানীর সংকট তৈরি হয়েছে। কাগজের অভাবে পত্রিকা ছাপা বন্ধ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে পাবলিক পরীক্ষা। বিক্ষুদ্ধ লঙ্কানরা সরকারের মুন্ডুপাত করছেন।
সংকট থাকলেও নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে ঢাকায় আসছে লঙ্কানরা। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরে আসা নিয়ে সংশয় নেই।
তিনি আজ বলেছেন, ‘জাতীয় দল নিয়ে তাদের সঙ্গে যে কথা হয়েছে, তাতে ওরা খেলতে আসবে। সূচি অনুযায়ী তারা বাংলাদেশ সফর করবে। এসএলসি বাংলাদেশ সফর করার বিষয়ে এখন পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ।’
এদিকে চলতি বছরে এশিয়া কাপেরও আয়োজক শ্রীলঙ্কা। গত ১৯ মার্চের সভা শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) টুর্নামেন্টের আয়োজক ঘোষণা করেছিল। আগামী ২৭ আগস্ট শুরু হবে টুর্নামেন্ট, ফাইনাল ১১ সেপ্টেম্বর।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা জেগে উঠেছে। তবে এসবের মাঝেও ভেন্যু পরিবর্তনের আলোচনা হয়নি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন মঙ্গলবার এমনটাই জানিয়েছেন।
আরও পড়ুনঃ ভালোর কোন শেষ নেই, চেষ্টা করি সেরাটা দেওয়ার-মোস্তাফিজ
মিরপুর স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী সাংবাদিকদের বলেছেন, ‘এটার স্বত্ব শ্রীলঙ্কান বোর্ডের। লঙ্কান বোর্ড মনে করছে তারা আয়োজন করতে পারবে। যদি কখনও এ বিষয়ে কোনো আলোচনা হয় তা একটা প্রক্রিয়া মেনেই হবে। এ বিষয়গুলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির ফোরামে আলোচনা করা হয়। সে ধরনের আলোচনা এখন পর্যন্ত হয়নি বা আমরা এমন কোনো বিষয়ে অবগত নই।’
বিসিবির পক্ষ থেকে এশিয়া কাপ আয়োজনের কোনো আগ্রহ প্রকাশ করা হয়নি এখনই। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আগে শ্রীলঙ্কা (না) করুক, তারপর আমরা বলব। এখনই মন্তব্য করা ঠিক হবে না। যেহেতু এশিয়া কাপের আরও সময় আছে। শ্রীলঙ্কা যেহেতু আয়োজক, শ্রীলঙ্কার বোর্ডই এ বিষয়টা ভালো বলতে পারবে এবং সিদ্ধান্ত দিতে পারবে।’
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: