ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

লন্ডনে যাবেন তাসকিন, শ্রীলঙ্কার বিপক্ষে নেই শরীফুলও

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২ ০৩:১৭

তাসকিন আহমেদের শ্রীলঙ্কা সিরিজ অনিশ্চিত। ফাইল ছবি তাসকিন আহমেদের শ্রীলঙ্কা সিরিজ অনিশ্চিত। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ কাঁধের ইনজুরি নিয়ে তাসকিন আহমেদ, গোড়ালির ইনজুরিতে পড়ে শরীফুল ইসলাম দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট শেষেই দেশে ফিরেছিলেন। দুজনই দেশে ফিরে রিহ্যাবে রয়েছেন। কিন্তু এখনও সুস্থ হতে পারেননি।

এমনকি আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও তাদেরকে পাওয়া যাবে না। অন্তত সিরিজের প্রথম টেস্টে দুজনই খেলতে পারবেন না। এটুকু নিশ্চিত। রোববার বিসিবি সূত্রে এমনটাই জানা গেছে। ইনজুরি সারাতে তাসকিনকে লন্ডনে পাঠানো হবে। চিকিৎসকের পরামর্শ নিতে দ্রুতই লন্ডনে যেতে পারেন তিনি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস আজ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘তাসকিনের কাঁধের সমস্যা আছে। এটা কনজারভেটিভ ট্রিটমেন্টে ৬ সপ্তাহের বেশি সময় লাগবে। তারপরেও কখন ঠিক হবে নিশ্চিত না। তাই আমরা বাইরে থেকে পরামর্শ নিতে চাই। আমরা তাকে বাইরে পাঠাতে চাই। ইংল্যান্ডে সার্জনের সঙ্গে আলাপ করছি। ওখানে পাঠানো হতে পারে। হ্যাঁ, শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত।’

মিরপুর স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার সফরের দল গঠন করার লক্ষে মিটিং করেছিলেন নির্বাচকরা। মেডিক্যাল বিভাগের রিপোর্ট না আসায় তাসকিন-শরীফুলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হযনি। তাই সেই রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছেন নির্বাচকরা।

দুই ফাস্ট বোলারকে নিয়ে জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আজ বলেছেন, ‘এটা আসলে বলা যাচ্ছে না। প্রথম টেস্টে পাওয়ার সম্ভাবনা কম। আমরা মেডিক্যাল রিপোর্ট না পেলে কিছু বলতে পারছি না। তাসকিনের তো কাঁধের ইনজুরি। শরীফুলেরও ইনজুরি আছে। ওদের রিহ্যাব চলছে। দেখা যাক, রিকভার করতে পারে কতটা।’

আগামী ৮ মে ঢাকায় আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পরে ১৫ মে চট্টগ্রামে প্রথম টেস্ট ও ২৩ মে মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।