ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা বেশি: রাজ্জাক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২ ০৭:৫০

সাকিবের খেলা বিষয়ে আশাবাদী নির্বাচক রাজ্জাক৷ ফাইল ছবি ৷ সাকিবের খেলা বিষয়ে আশাবাদী নির্বাচক রাজ্জাক৷ ফাইল ছবি ৷

নিউজ ডেস্ক: বাংলার ক্রিকেটে অন্যতম পোস্টার বয় সাকিব আল হাসান ৷ প্রসঙ্গ যখন সাদা পোষাক তখন সাকিবকে নিয়ে ঘুরপাক খায় নানান প্রশ্ন৷ এ প্রশ্নের উত্তর মাঝে মধ্যে খুজে পায়না স্বয়ং নির্বাচকরা৷ আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা৷ সাকিবকে পাওয়া যাবে কি না এটি যেন চিরপরিচিত প্রশ্ন ৷ তবে এমন প্রশ্নের উত্তরে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন আমরা আশাবাদী৷

গেল মাসে আফ্রিকা সিরিজের পূর্বে যা হয়েছে তা নতুন করে বলার কিছু নয়৷ তবে যেটা বলার তা হলো সেই সফরে সুখের সাথে ছিল দুঃখের সংমিশ্রণ৷ সাকিব শেষ পর্যন্ত সফরে যায়, প্রথম ম্যাচে হয়ে ওঠেন ম্যাচের নায়ক৷ দেশের প্রতি ভালোবাসার টানে খেলেন রঙ্গিন পোষাকের বাকি দুই ম্যাচ৷ তবে পরিবারের অসুস্থতার কারনে যৌক্তিকভাবে চলে আসেন দেশে৷ এরপর সবচেয়ে বড় দুঃখের সংবাদ ছুঁয়ে যায় সাকিব পরিবারে৷

দেশের ক্রিকেটে তিন সংস্করণেই সাকিবের বড্ড প্রয়োজন৷টেস্ট ফরম্যাটে সাকিব না থাকলে একাদশ সাজাতে কোচ থেকে শুরু করে ম্যানেজম্যান্ট ও অধিনায়ক মুখোমুখি হয় বড় সমস্যার৷ আসন্ন সিরিজে এই অলরাউন্ডারের প্রয়োজন অনেকটা৷ তবে পরিবারের খারাপ সময়ে সাকিব খেলবেন কি না এটি সাকিবের উপর নির্ভর করবে৷ সাকিবের খেলা বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় আব্দুর রাজ্জাক আশার কথা শুনিয়েছেন৷

আব্দুর রাজ্জাক বলেন- সাকিবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন প্রকার না বলা হয়নি৷ সেই ভিত্তিতে আমরা আপাতত ধরে নিয়েছি সে খেলবে৷ তবে পরিবারের দুঃসময়ে মানসিক অবস্থা মোটেও ভালো না৷ এটাই স্বাভাবিক৷ তাই সিদ্ধান্ত তার উপর ছেড়ে দিচ্ছি এক প্রকার৷ সে পরিণত পেশাদার৷ তবে এমন সময়ে কাজ চালিয়ে যাওয়া কঠিন৷

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।