কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের ফরম্যাট ঠিক করে দিবে বিসিবি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২ ০৬:২৫

স্পেশাল করেসপন্ডেন্টঃ কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি। কিন্তু চলতি বছরে চুক্তিতে ক্রিকেটারদের গ্রেডিং এখনও প্রকাশ করেনি বোর্ড। এসবের মাঝেই বুধবার মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটাররা ২০২২ সালের কেন্দ্রীয় চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত।
আগামী বছর থেকে ক্রিকেটাররা কে কোন ফরম্যাটে খেলবেন সেটি ঠিক করে দিবে বিসিবি। বুধবার বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়সহ শীর্ষ ক্রিকেটাররা চুক্তি স্বাক্ষর করেছেন।
চুক্তি স্বাক্ষরের পর ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। পরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আজকে সবাইকে একসাথে ডেকেছিলাম চুক্তি স্বাক্ষর করার জন্য। সেজন্যই সবাই এসেছিল, কয়েকজন আসতে পারেনি ব্যক্তিগত কারণে। অলমোস্ট ১৭-১৮ জন ছিল, আমরা সবাই একসাথে বসছিলাম। অনেকেই প্রিমিয়ার লিগে ব্যস্ত ছিল, একসাথে পাওয়া যাচ্ছিল না। আমরা বসে নিজেদের মধ্যে খেলা নিয়ে আলোচনা করেছি।’
ভবিষ্যতে ক্রিকেটারদের ফরম্যাট ঠিক করে দিতে চায় বিসিবি। জালাল ইউনুস বলেছেন, ‘আমরাতো চাই তারা চুক্তি অনুযায়ী খেলুক। অনেকে ব্যক্তিগত সমস্যার কারণে খেলতে পারে না। সেটা ভিন্ন জিনিস। সে জায়গায় এটাকে আমরা অন্য দৃষ্টিতে দেখে থাকি। তবে আমার মনে হয় এখন সময়ে এসেছে যে কোনো নির্দিষ্ট ক্রিকেটারকে আমরা বলবো তোমাকে এই ফরম্যাটে খেলতে হবে।’
ক্রিকেটারদের হুট করে সরে দাঁড়ানো এবং চুক্তি করেও বিভিন্ন ফরম্যাটে না খেলার প্রবণতা কমাতেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। জালাল ইউনুস আজ বলেন, ‘এটা আমরা বলতে পারি, তখন সে হয়তো বলতে পারে আমি এটায় অ্যাভেইলএবল না। কিন্তু আমরা বলে দিবো তুমি এই এই ফরম্যাটে খেলবা। বোর্ড থেকে আমরা বলে দিতে চেষ্টা করবো। তখন সে এই ফরম্যাটে অ্যাভেইলএবল কীনা তখন সে বলতে পারবে। কিন্তু আমরা চাইবো এই প্লেয়ারটা এই এই ফরম্যাটে খেলুক, এটা আমরা বোর্ড থেকে বলতে চাই যে আমরা তাকে এই ফরম্যাটে চাই।’
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: