দরকার হলে মুস্তাফিজ শ্রীলঙ্কা সিরিজে খেলবে: পাপন
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২ ০৬:৪৯

স্পেশাল করেসপন্ডেন্ট: ইনিয়ে-বিনিয়ে নয় মুস্তাফিজুর রহমান সরাসরিই বলেছেন টেস্ট নিয়ে তার ভাবনা নেই। বাংলাদেশের হয়ে সাদা বলের দুই ফরম্যাটেই খেলার দিকে মনোযোগী বাঁহাতি এ পেসার। এমনকি বিসিবির চলতি বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও টেস্টে নেই মুস্তাফিজ। তারপরও জাতীয় দলের দরকার হলে কাটার মাস্টারকে ফেরানো হবে টেস্ট দলে। তেমন দরকার হলে শ্রীলঙ্কা সিরিজেও ফেরানো হবে মুস্তাফিজকে।
শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটা বলেছেন। গত বছর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন মুস্তাফিজ। বর্তমানে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলবেন না তিনি।
মুস্তাফিজ টেস্ট ক্রিকেটে খেলতে আগ্রহী নন জানিয়ে বিসিবি সভাপতি আজ বলেছেন, ‘কে কোন ফরম্যাট খেলতে চায় তা জানতে আমরা খেলোয়াড়দের একটা ফর্ম পাঠিয়ে দিয়েছিলাম। সে অনুযায়ী তাদের রাখা হয়েছে। মুস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি। ও বলেনি টেস্ট খেলতে চায়। কিন্তু ও বলল কি বলল না সেটা বড় কথা নয়। আমাদের যখন দরকার হবে অবশ্যই সে খেলবে। কাজেই এখন যদি শ্রীলঙ্কা সিরিজেও মুস্তাফিজকে দরকার হয়, অবশ্যই খেলবে।’
তবে নির্বাচকরা চাইলে, জাতীয় দলের দরকার হলে শ্রীলঙ্কা সিরিজেও অবশ্যই আইপিএল ছেড়ে আসতে হবে মুস্তাফিজকে। শনিবার পাপন বলেন, ‘তাসকিন, শরিফুল, এবাদত এই তিন জন তো টেস্টের জন্য আছেই। এখানে মুস্তাফিজকেও যদি রাখি, ম্যানেজমেন্ট তাকে খেলাবে কি না আমরা জানি না। কিন্তু যখন দরকার হবে, অবশ্যই তাকে রাখব। খেলবে! যদি দরকার হয় খেলবে। এটা নিয়ে কোনো ইস্যু না।’
যদিও নির্বাচকদের তৈরি করা দলে নেই মুস্তাফিজ। তাসকিন-শরীফুল না থাকলেও টেস্টের পেস আক্রমণে রাখা হবে তাকে।
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: