কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ২১:৫৮

নিউজ ডেস্ক: দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। শুক্রবার ভোরে নিজের অফিসিয়াল ফেইসবুক পাতায় কন্যা সন্তানের বাবা হওয়ার খবর দেন তাসকিন।
তাসকিনের ফেইসবুক পাতার পোস্টে লেখা হয়, “আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।”
২০১৭ সালের ৩১ অক্টোবর সৈয়দা রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের ঘর আলোকিত করে ছেলে তাসফিন আহমেদ রিহান।
কাঁধের চোটের কারণে মাঠের বাইরে আছেন এ ডানহাতি পেসার। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করলেও চোটের কারণে পুরো টেস্ট সিরিজ খেলতে পারেননি তাসকিন আহমেদ। সেই চোটের কারণে মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের দলেও নেই তিনি। চিকিৎসার জন্য মে মাসে ইংল্যান্ডে পাঠানো হতে পারে তাকে।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: