ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ছেলেকে বিশ্বসেরা ক্রিকেটার বানাতে চায় রুবেলের স্ত্রী

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ০৫:২৮

সদ্য প্রয়াত মোশাররফ রুবেলের স্ত্রী ও সন্তান৷ ফাইল ছবি৷ সদ্য প্রয়াত মোশাররফ রুবেলের স্ত্রী ও সন্তান৷ ফাইল ছবি৷

নিউজ ডেস্ক: এইতো কিছুদিন আগের কথা৷ ছেলেকে নিজের মত ক্রিকেটার বানাতে নারাজ হওয়ায় আলোচনায় এসেছিলেন পাকিস্তানকে চ্যাম্পিয়ন ট্রফি জেতানো সরফরাজ আহমেদ৷ ক্রিকেটারদের কষ্ট উপলব্ধি করে হাজার মাইল দূরে যখন ক্রিকেটার বাবার এমন পরিকল্পনা তখন লাল সবুজের বাংলায় জীবনের অনন্ত কষ্টের মাঝেও ছেলেক ক্রিকেটার বানাতে চায় একজন সংগ্রামী নারী৷ বলা হচ্ছে সদ্য প্রয়াত মোশাররফ রুবেলের স্ত্রীর কথা৷

গত ১৯ এপ্রিল ক্যান্সারের সাথে যুদ্ধে পরাজিত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান ক্রিকেটার মোশাররফ রুবেল। দেশের ঘরোয়া পর্যায়ের এই নক্ষত্রের ইচ্ছে ছিল ছেলেকে তৈরী করবেন বিশ্বসেরা ক্রিকেটার রূপে৷ তবে তা আর সম্ভব নিয় রুবেলের নিজের পক্ষে৷

ছেলেকে নিয়ে বাবার এমন স্বপ্নের কথা এতদিন পরিবারের বাইরে কেউ না জানলেও ইতিমধ্যে গণমাধ্যমের কল্যাণে জেনে গেছে পুরো দেশ৷ রুবেলের ইচ্ছে প্রকাশ্যে এনে কথা দিয়েছেন ইচ্ছে পূরণে অর্থ্যাৎ ছেলেকে ক্রিকেটার বানাতে সব ধরনের চেষ্ঠা চালিয়ে যাবেন রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপা৷

২০১৯ সালে ব্রেইন টিউমার ধরা পড়ার পর থেকেই স্বামীর সেবায় নিজেকে উজাড় করে দেন চৈতি। কিন্তু ৩ বছরের বেশি সময়ের লড়াই থেমে যায় চলতি মাসে। জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার রুবেলকে দাফন করা হয় বনানী কবরস্থানে। কিন্তু কবরের জায়গাটুকু ছিল না স্থায়ী, প্রধানমন্ত্রীর কাছে তার স্ত্রীর চাওয়া ছিল কবরের জায়গাটুকু যেন স্থায়ী করা হয়।


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনস্থ বনানী কবরস্থান। মেয়র আতিকুর রহমান চৈ সময় ওমরাহ পালনে সৌদি আরবে থাকলেও বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক আশ্বাস দেন। এবার দেশে ফিরে রুবেলের বাসায় গেলেন, তার ছেলে রুশদানের জন্য নিয়ে গেলেন ক্রিকেট সরঞ্জাম সহ বেশ কিছু উপহার। পরে সংবাদ মাধ্যমে জানান কবর স্থায়ী করার প্রক্রিয়া তারা শুরু করেছন।

অন্যদিকে রুবেলের স্ত্রী এমন কিছুতে প্রকাশ করেছেন কৃতজ্ঞতা। সিটি মেয়রকে অভিভাবক হিসেবে পাওয়ার পাশাপাশি দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবিকেও পাশে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।