ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

তাসকিনের আইপিএলের প্রস্তাবটা এসেছিল মাশরাফির কাছে

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২ মে ২০২২ ০১:০৫

মাশরাফির কাছ থেকে বোলিং টিপস নিচ্ছেন তাসকিন। ফাইল ছবি মাশরাফির কাছ থেকে বোলিং টিপস নিচ্ছেন তাসকিন। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ মাশরাফি বিন মুর্তজাকে আইডল মনে করেন তাসকিন আহমেদ। অনুজকে বেশ স্নেহ করেন মাশরাফিও। সেই খবর ক্রিকেট দুনিয়াও জানে। গত মার্চে আইপিএল খেলার প্রস্তাব এসেছিল তাসকিনের। যেখানে জড়িয়ে মাশরাফি। লখনউ সুপার জায়ান্টসের উপদেষ্টা গৌতম গম্ভীর প্রথম ফোন কলটা করেছিলেন মাশরাফিকে। 

একটি জাতীয় দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের এ তরুণ পেসার। সাক্ষাৎকারে আইপিএলের প্রস্তাব, দেশের জন্য সুযোগ হাতছাড়া করাসহ পুরো বিষয়টার বিস্তারিত জানান তাসকিন।

মাশরাফিকে ফোন করে তাসকিনকে চেয়েছিলেন গৌতম গম্ভীর। এর বাইরে বিসিবিতে যোগাযোগ করেছিল লখনউ। দলটির সিইও কল করেছিলেন তাসকিনকে। তখন দক্ষিণ আফ্রিকায় তিনি। এমনকি দলটির অধিনায়ক কেএল রাহুল ভয়েস মেসেজও দিয়েছিলেন তাসকিনকে।

আইপিএলের প্রস্তাবের বিস্তারিত জানাতে গিয়ে দ্রুতগতির এ পেসার বলেছেন, ‘বোর্ডে তো ওরা যোগাযোগ করেছিলই। আর গৌতম গম্ভীর ভাই আমার মাশরাফি ভাইকে ফোন করেছিল। ওদের দল থেকে সুজন ভাইয়ের (খালেদ মাহমুদ সুজন) সঙ্গে যোগাযোগ করেছিল। মাশরাফি ভাইকে প্রথম ফোন করেছিল গৌতম গম্ভীর। আমার সাথে যোগাযোগ করেছিল ওদের দলের সিইও। তারপর কেএল রাহুল একটা ভয়েস মেসেজ দিছিলো।

এবার না পারলেও ভবিষ্যতে বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য হলেও একবার আইপিএলে খেলতে চান তাসকিন। আইপিএল ছেড়ে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেয়া কতটা কঠিন ছিল জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমার একটু কষ্ট হলেও আমি আসলে খুব সহজে মেনে নিতে পারছি। দেশের খেলা রেখে সিরিজের মাঝখানে চলে যাওয়াটা যায় না, ভাই। এটা হয় না। আইপিএল খেলার ইচ্ছা সবার আছে। আমি যদি বলি আমার ইচ্ছা নাই, এটা মিথ্যা কথা। কিন্তু সিরিজের মাঝখানে চলে যাওয়াটা, ঠিক না।’

তিনি আরও বলেন, ‘আমি বলেছি (বিসিবি কর্তাদের), আমার ইচ্ছা আছে তবে আমি খেলার মাঝখানে যেতে চাই না। তবে আমি চাই এসব হাই প্রোফাইল টুর্নামেন্টে খেলতে। তাছাড়া আমার বাবা-মায়ের ইচ্ছা আছে, আমি ওখানে খেলবো। আশা করি ভবিষ্যতে সুযোগ আসবে। সবার দোয়া চাই।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।