ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

টাকা দিয়ে খেলোয়াড়দের আগ্রহ বাড়ানোর পরিকল্পনা বিসিবির

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ মে ২০২২ ১৯:১৩

বাংলাদেশ টেস্ট দল৷ ফাইল ছবি৷ বাংলাদেশ টেস্ট দল৷ ফাইল ছবি৷

নট আউট ডেস্ক: ক্রিকেট যেমন একজন ক্রিকেটারের জীবনে অন্যতম ভালোবাসা ঠিক তেমনি সুন্দর জীবন যাপনে টাকা আয়ের মাধ্যমও বটে৷ ব্যাট বলের লড়াইয়ের সাথে মিশে আছে অর্থের ঝলকানি৷ বিশেষ করে ফ্রাইঞ্জাইজি লিগে মোটা অঙ্কের টাকা থাকায় অনেকেই খেলতে চায়না টেস্ট ম্যাচ৷ বাংলাদেশী খেলোয়াড়রা খুব বেশি বাইরে না খেললে অনেকেই অনাগ্রহ প্রকাশ করে আল্টিম্যাট ফরম্যাটের প্রতি৷ তাই খেলোয়াড়দের আগ্রহ বাড়াতে ভিন্ন পরিকল্পনা গ্রহন করেছে বিসিবি৷

বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে টেস্টের ম্যাচ ফি ছয় লাখ টাকা। ওয়ানডেতে তিন আর টি-টোয়েন্টিতে ম্যাচ ফি দুই লাখ টাকা।

এখন টেস্ট ম্যাচ ফি আরও বাড়ানোর পরিকল্পনা করছে বিসিবি। সেই ক্ষেত্রে ম্যাচ ফি হতে পারে ১০ লাখ টাকা।

এই বিষয়ে বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন টেস্ট ক্রিকেটে সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছেন বোর্ড সভাপতি। আকর্ষণীয় ম্যাচ ফি দেওয়া গেলে টেস্টের প্রতি আগ্রহ বাড়বে খেলোয়াড়দের।

বোর্ডে আলোচনা করে এ ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে সবার আগে একটি আলাদা টেস্ট দল গঠন করতে চাই বিসিবি। কিন্তু সেই তুলোনায় টেস্ট খেলোয়াড় নেই।

ইতোমধ্যে টেস্ট ক্রিকেটার বাড়াতে নির্বাচকদের নির্দেশও দিয়েছেন নাজমুল হাসান পাপন। দুই বছর সাইকেলে ১৬টি ম্যাচ রয়েছে। এ ছাড়াও দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ উন্মুক্ত রেখেছে আইসিসি।তাই সারা বছরই টেস্ট ক্রিকেটারদের খেলার ভেতরে রাখারও পরিকল্পনা নিচ্ছে বিসিবি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।