ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ইনজুরি সমস্যা কাটাতে শনিবার ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ মে ২০২২ ০৪:১৭

তাসকিন আহমেদ। ছবি সংগৃহীত তাসকিন আহমেদ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে বর্তমান সময়ে অন্যতম সেরা পেসারদের একজন তাসকিন আহমেদ। সাধারণ ভক্ত থেকে শুরু করে অনেক ক্রিকেটে বিশ্লেষকও সবার উপরে রাখবে এই বোলারকে। দারুণ ছন্দে দিন কাটানো তাসকিনের পথে বড় বাঁধা ইনজুরি। যে টেস্ট খেলার কারনে তাসকিন হাসিমুখে না বলেছিল আইপিএলকে সেই টেস্ট ম্যাচে এই পেসার কবলে পড়েন কাঁধের ইনজুরিতে। যার ফলে আফ্রিকার বিপক্ষে সাদা পোষাকের দ্বিতীয় ম্যাচে নামা হয়নি মাঠে। 

আসন্ন ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও পাওয়া যাবে না তাসকিনকে। বিসিবিও কোন প্রকার ঝুঁকি নিতে চায়না এই বোলারকে নিয়ে। চিকিৎসার ব্যবস্থার কথা আগে প্রকাশ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী শনিবার (৭ মে) ইংল্যান্ড যাবেন এই দ্রুতগতির বোলার।

নিজের ইনজুরি প্রসঙ্গে তাসকিন বলেন, ‘ইনজুরির অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। শনিবার ইংল্যান্ড যাবো ইনশাআল্লাহ। ১০ তারিখ ডাক্তারের অ্যাপয়েনমেন্ট। যতটুকু জানি, সার্জারি লাগবে না। কিন্তু ইনজেকশন লাগতে পারে। দেখার পর ডাক্তার কী বলেন, তার ওপর নির্ভর করবে কবে নাগাদ খেলায় ফিরতে পারব।’

এদিকে কাঁধের ইনজুরি তাসকিনের জন্য পুরনো সমস্যা। সেই সমস্যা আবারো নতুন করে দেখা দিয়েছে। সে জন্য কিছুটা আক্ষেপ কাজ করছে তার। তাসকিন বলেন, ‘কাঁধে মাঝেমধ্যে ব্যথা করত। তবে বোলিং থামিয়ে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি। এই প্রথম খেলতে পারলাম না।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।