বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট: নেই জৈব সুরক্ষা বলয় ও কোয়ারেন্টাইন
প্রকাশিত: ৬ মে ২০২২ ২০:৫৪

স্পেশাল করেসপন্ডেন্ট: করোনাকালে বিশ্বের সব ক্রিকেট খেলুড়ে দেশেই প্রতিটি আন্তর্জাতিক সিরিজ হয়েছিল নতুন স্বাস্থ্যবিধি অবলম্বন করে। ছিল কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা, বায়ো-বাবলের (জৈব সুরক্ষা বলয়) কড়াকড়ি নিয়ম। গ্যালারি ছিল দর্শক হীন।
একই চিত্র বিদ্যমান ছিল বাংলাদেশেও। করোনাকালে ঘরের মাঠে বাংলাদেশ দলের প্রথম আন্তর্জাতিক সিরিজ ছিল ২০২১ সালের শুরুতে। ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফর করেছিল। তারপর প্রতিটি সিরিজেই সুরক্ষা বলয়, কোয়ারেন্টাইনের নিয়ম অনুসরণ করেছিল বিসিবি।
এখন পুরো পৃথিবীর মতো বাংলাদেশেও করোনা পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা কমে গেছে। করোনার টিকা নিয়েছেন দেশের কোটি কোটি মানুষ। জীবন-যাপনেও ফিরেছে স্বাভাবিক গতি।
এবার ক্রিকেটেও সুরক্ষা বলয়,কোয়ারেন্টাইনের নিয়ম উঠে যাচ্ছে।
দুই টেস্ট খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সিরিজে গ্যালারিতে থাকবে পূর্ণ দর্শক, থাকবে না জৈব সুরক্ষা বলয় ও কোয়ারেন্টাইনের নিয়ম।
করোনার আতঙ্ক ভুলে ঘরের মাঠে সুরক্ষা বলয় ছাড়া বাংলাদেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক সিরিজ হতে যাচ্ছে এটি। অবশ্য এই সিরিজে দুই দলের সবাইকে দুইবার করোনা পরীক্ষার নমুনা দিতে হবে। আর উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ করোনা পরীক্ষা করা হবে। বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে এসব তথ্য জানা গেছে।
বিসিবির চিকিৎসক মনজুর হোসেন বলেছেন, ‘এবার আর জৈব সুরক্ষা বলয় থাকছে না। কোনো কোভিড প্রোটোকলও নেই। ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া থাকলে পৃথিবীর কোনো দেশেই এখন ভ্রমণে কোনো সমস্যা নেই।
আমাদের দলের কোচিং স্টাফের বিদেশি সদস্য এমনকি শ্রীলঙ্কা দলেরও কোয়ারেন্টাইন করতে হবে না। তবে দুই দলের সদস্যদের মাস্ক ব্যবহারে উৎসাহিত করা হবে এবং জনসমাগম যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শও থাকবে তাদের প্রতি।’
মনজুর হোসেন আরও বলেন, ‘ দুই দল চট্টগ্রাম যাওয়ার পর তাদের কোভিড টেস্ট হবে। সিরিজ চলাকালে যদি কারও মধ্যে উপসর্গ দেখা যায়, জরুরী ভিত্তিতে তার টেস্ট করার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রথম টেস্ট খেলে দুই দল যখন ঢাকা ফিরবে, তখনও আরেক দফা সবারই কোভিড টেস্ট হবে।’
-নট আউট/এমজেএ/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: