চিকিৎসা নিতে লন্ডন গেলেন তাসকিন
প্রকাশিত: ৭ মে ২০২২ ০১:২২

নট আউট ডেস্ক: কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফেরেন তাসকিন আহমেদ। একই কারণে নেই শ্রীলঙ্কার বিপক্ষেও। অবশেষে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার।
শুক্রবার (৬ মে) সকাল ১০টায় তাসকিন দেশ ছাড়েন। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়ে নিজেই নিশ্চিত করেন যাওয়ার কথা, 'আমার জন্য দোয়া করবেন।'
লন্ডনে তাসকিনের জন্য আগে থেকেই অপেক্ষা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তার তত্ত্বাবধানে থেকেই চিকিৎসা সারবেন এই পেসার।
দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় হন তাসকিন। শেষ ম্যাচে ৫ উইকেট নিয়ে সিরিজ জয়ে অবদান রাখেন এই পেসার। সব মিলিয়ে নেন ৮ উইকেট। তারপর প্রথম টেস্ট খেলেই চোট নিয়ে দেশে ফেরেন তাসকিন। সম্প্রতি মেয়ের বাবা হয়েছেন। পরিবারের সঙ্গে দারুণ সময় কাটানোর সুখস্মৃতি নিয়ে লন্ডনে উড়াল দিলেন এই তারকা।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: