ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ওয়ানডে সুপার লিগে সেরা পাঁচে তামিম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ মে ২০২২ ২১:৩৭

তামিম ইকবাল৷ ছবি সংগৃহীত তামিম ইকবাল৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: দীর্ঘদিন আগেই বদলে গেছে ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেট দলের চিত্র৷ মাশরাফির পর দায়িত্ব পড়েছে তামিমের কাঁধে৷ অধিনায়কত্ব নেওয়ার পর বলেছিলেন, 'আমাকে বিচার করবেন কয়েক সিরিজ পরে'৷ যখন বিচার করার সময় এসেছে তখন সুপার লিগে সবার উপরে বাংলাদেশ৷ সাথে রাং সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে তামিমের স্থান চতুর্থ৷ এছাড়াও দশজনের তালিকায় তামিম বাদে রয়েছেন আরও দুইজন৷

বর্তমান পর্যন্ত দূর্দান্ত ব্যাটিংয়ে ৯০.২০ গড়ে বাবরের সংগ্রহ ৯০২ রান৷ ১২ ম্যাচে বাবরের ঝুলিতে রয়েছে ৩ অর্ধশতকের সাথে ৫ শতক৷ ২য় অবস্থানে আছেন আয়ারল্যান্ডের পল স্টারলিং। ১৭ ম্যাচে ৪৬.৫২ গড়ে ৭৯১ রান করেছেন তিনি। ২ ফিফটির সাথে আছে ৩ সেঞ্চুরি।

স্টারলিংয়ের সতীর্থ হ্যারি টেক্টর আছেন ৩ নম্বরে। ১৮ ম্যাচে ৪৫.০৭ গড়ে ৬৩১ রান এসেছে তার ব্যাট থেকে। কোন সেঞ্চুরি না পাওয়া টেক্টর করেছেন ৭ ফিফটি।

৪ নম্বরে আছেন তামিম ইকবাল। বাংলাদেশের খেলা ১৮ ম্যাচেই সেরা একাদশে ছিলেন তামিম। ৩৬.৭০ গড়ে ৬২৪ রান করেছেন তিনি। ৫ ফিফটির সাথে আছে ১ সেঞ্চুরি।

পাকিস্তানের ইমাম উল হক আছেন ৫ নম্বরে। ৫৪.৩৬ গড়ে ৫৯৮ রান করা ইমাম খেলেছেন ১২ ম্যাচ। ৫ ফিফটি ও ২ সেঞ্চুরিতে এই রান করেছেন তিনি।

সেরা দশে আছেন বাংলাদেশের আরও দুই ব্যাটার। ১৭ ম্যাচে ৩৪.৮২ গড়ে ৫৯২ রান করে ৬ নম্বরে আছেন লিটন দাস। ১৫ ম্যাচে ৪৩.৫৮ গড়ে ৫২৩ রান করে ১০ নম্বরে মুশফিকুর রহিম।

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।