ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ইতিহাস রচনার স্বপ্ন নিয়ে কাল চট্টগ্রাম যাচ্ছে মুমিনুল বাহিনী

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ মে ২০২২ ০০:৩৫

বাংলাদেশ ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত বাংলাদেশ ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: চলতি বছরের শুরু থেকে দারুণ কিছু মুহূর্ত্ব দেশবাসীকে উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল৷ বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়৷ এরপর ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে নান্দনিক জুটিতে সিরিজ জয়৷ অতঃপর আফ্রিকায় ইতিহাস রচনা৷ সব মিলে সুসময় যাচ্ছে তামিম-সাকিবদের৷

দুই টেস্ট খেলতে আগামীকাল বাংলাদেশ আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল৷ এই দলের বিপক্ষে সাদা পোষাকে নিজেদের মাটিতে যেমন ম্যাচ জয়ের কোন স্মৃতি নেই৷ দলে তামিম সাকিবের উপস্থিতিতে বাংলাদেশ দলে যেমম স্বস্তি রয়েছে বিপরীতে ব্যাটারদের অফ ফর্মে চিন্তার ভাঁজ লঙ্কান শিবিরে৷

বাংলাদেশ দল আগামীকাল চট্টগ্রাম গেলেও লঙ্কানরা চট্টগ্রাম যাবে আরও পরে। চট্টগ্রামে যাওয়ার আগে সাভারের বিকেএসপিতে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। প্রস্তুতি ম্যাচ মাঠে গড়াবে ১০ ও ১১ মে।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যে ম্যাচ শুরু হবে ১৫ মে। এই ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে।

একনজরে দুই দলের স্কোয়াড


বাংলাদেশ

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াউইকরামা ও লাসিথ এম্বুলদেনিয়া।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।