ঢাকা | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

বাসায় দুর্ঘটনা, মাশরাফির পায়ে ২৭ সেলাই!

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৮ মে ২০২২ ০৬:১০

মাশরাফি  বিন মর্তুজা৷ ছবি সংগৃহীত মাশরাফি বিন মর্তুজা৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: চোট-আঘাত মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ারের নিত্য সঙ্গী। দুই হাঁটুতে আছে সাতটি অস্ত্রোপচার। পিঠের চোট সামলে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলেছেন তিনি। তার নেতৃত্বে লেজেন্ডস অব রুপগঞ্জ প্রিমিয়ার লিগ রানার্সআপ হয়েছে। মাশরাফি নিজেও বল হাতে ২০ উইকেট নিয়েছেন।


প্রিমিয়ার লিগের পর বিশ্রামেই ছিলেন মাশরাফি। ঈদুল ফিতরও উদযাপন করেছেন ঢাকার বাসায়। আজ বাসায় বড়সড় দুর্ঘটনার শিকার হলেন নড়াইল এক্সপ্রেস।


নিজের বাসায় দাঁড়িয়ে ঘনিষ্ঠ বন্ধু বাবলুর সঙ্গে কথা বলছিলেন মাশরাফি। কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে বাঁ পায়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। নড়বড়ে টেবিলের কাচ ভেঙে পড়ে পায়ে। বাঁ পায়ের গোড়ালি কেটে যায় তার। আঘাত পাওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। তার পায়ে ২৭টি সেলাই পড়েছে।
শনিবার সন্ধ্যায় এ ঘটনা নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই। তিনি বলেছেন, ‘পা কেটে গেছে। ২৭টি সেলাই পড়েছে। দোয়া করবেন, আল্লাহ ভরসা।’


এদিকে মাশরাফির পারিবারিক সূত্র জানায়, আজ দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। পরে রাজধানীর এভরকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল মাশরাফিকে। হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন। সাত দিন পর সেলাই খোলা হবে। এখন ভালো আছেন সাবেক এ অধিনায়ক।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।