ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

নাঈম হাসানকে ধৈর্যের টোটকাই দিচ্ছেন হেরাথ

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১০ মে ২০২২ ০৩:২১

নাইম হাসান। ফাইল ছবি নাইম হাসান। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: কয়েক বছর আগেও বাংলাদেশ দলে তামিম ইকবাল চট্টগ্রামের প্রতিনিধিত্ব করতেন। এখন জাতীয় দলে আছেন চট্টগ্রামের আরও কয়েকজন ক্রিকেটার। তামিমের পাশাপাশি ইয়াসির আলী রাব্বি, নাঈম হাসানরাও চট্টলার ছেলে। সাগরিকায় তারাও লোকাল বয়। মেহেদী হাসান মিরাজের ইনজুরিতে টেস্ট দলে ফিরেছেন নাঈম হাসান। 

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করেছেন নাঈম। আজ অনুশীলনে স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে কাজ করেছেন তিনি। দীর্ঘকায় এ অফস্পিনারকে ধৈর্য্য বোলিং করে যাওয়ার টোটকাই দিচ্ছেন হেরাথ। এছাড়া ভিডিও দেখে প্রতিপক্ষদের জন্য পরিকল্পনা তৈরি করেছেন এ তরুণ অফস্পিনার। 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ হেরাথের সঙ্গে কাজের বিষয়ে নাঈম বলেছেন, ‘টেস্টে একটা জায়গায় লম্বা সময় বোলিং করতে হয়। ও বলছিল ঐ জায়গায় ধৈর্য রেখে বল করতে হবে। সোহেল স্যারদের সাথে কাজ করেছি, এটা নিয়েও ওর সাথে কথা হয়েছে। জিজ্ঞেস করল কী কী কাজ করেছি।’ 

প্রতিপক্ষদের ব্যাটসম্যানদের ভিডিও দেখেছেন নাঈম। যা দেখেই বোলিংয়ের পরিকল্পনা ঠিক করেছেন। এ তরুণ বলেন, ‘ওদের ভিডিও দেখেছি আমি। সে অনুযায়ী পরিকল্পনা করা আছে। যদি সুযোগ পাই ভিডিও দেখার সুবিধাটা কাজে লাগতে পারে। ওদের দল দেখে সবারই ভিডিও দেখেছি।’ 

মিরাজের মতোই ব্যাটিংয়ের সময় লোয়ার অর্ডারে অবদান রাখতে হবে নাঈমকে। এটা জানা আছে এ তরুণেরও। সোমবার তিনি বলেন, ‘ব্যাট হাতে নিয়ে নামলে নিজেকে ব্যাটার মনে করি, যতটা পারি দলে অবদান রাখার চেষ্টা করি।’

একাদশে সুযোগ পেলে নিজের শতভাগ দিতে আশাবাদী নাঈম। তিনি বলেছেন, ‘চিন্তা করছি আমার শতভাগ দেওয়ার আর নিজের প্রক্রিয়া ঠিক রাখার। আল্লাহর রহমতে খুব ভালো লাগছে। আবার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। বড় ভাইদের সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করতে খুব ভালো লাগে। ওদের থেকে অনেক কিছু শেখা যায়। এখানকার পরিবেশও খুব ভালো।’

 

 

--নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।