বাংলাদেশের উইন্ডিজ সফরের সম্ভাব্য সূচি প্রকাশ
প্রকাশিত: ১০ মে ২০২২ ০৫:২৭

নট আউট ডেস্কঃ চলতি বছরের জুন মাসে বাংলাদেশ ক্রিকেট দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উইন্ডিজ সফরে যাবে। সেখানে ২ টেস্টের পাশাপাশি টিম টাইগার খেলবে ৩ টি-টুয়েন্টি ও ৩টি একদিনের ম্যাচ। এই সফরের প্রস্তুতি ম্যাচে এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবেন ডিপিএলে ইতিহাস তৈরী করা এনামুল হক বিজয়। এছাড়া ভালো খেলার ফল স্বরূপ রাখা হয়ে নাঈম ইসলামকে।
বাংলাদেশ ও উইন্ডিজ ক্রিকেট দলের সম্ভাব্য সূচি অনুযায়ী ১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। একই মাসের ২৪ তারিখে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট ম্যাচগুলো বাংলাদেশ সময় শুরু হবে সন্ধ্যা ৭টায়। সফরের তিন টি-টুয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ২,৩ ও ৭ জুলাই। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ শেষে ১০ জুলাই অনুষ্ঠিত হবে ১ম ওয়ানডে। এরপর ১৩ ও ১৬ জুলাই মাঠে গড়াবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ।
বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ও টি-টুয়েন্টিতে পিছিয়ে থাকলেও তামিমের নেতৃত্বে একদিনের ক্রিকেটে রয়েছে দারুণ ছন্দে। সর্বশেষ সিরিজে আফ্রিকার মাটিতে এসেছে দাপুটে জয়।
একনজরে বাংলাদেশের উইন্ডিজ সফরের সম্ভাব্য ম্যাচ সূচি:
প্রথম টেস্টঃ ১৬-২০ জুন (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা)
দ্বিতীয় টেস্টঃ ২৪-২৮ জুন (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা)
প্রথম টি-টুয়েন্টিঃ ২ জুলাই (বাংলাদেশ সময় রাত ৮টা)
দ্বিতীয় টি-টুয়েন্টিঃ ৩ জুলাই (বাংলাদেশ সময় রাত ৮টা)
তৃতীয় টি-টুয়েন্টিঃ ৭ জুলাই (বাংলাদেশ সময় রাত ৮টা)
প্রথম ওয়ানডে: ১০ জুলাই (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা)
দ্বিতীয় ওয়ানডে: ১৩ জুলাই (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা)
তৃতীয় ওয়ানডে: ১৬ জুলাই (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা)
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: