ওয়ানডে সুপার লিগে সেরা পাঁচে সাকিব
প্রকাশিত: ১০ মে ২০২২ ১৯:২৯

নট আউট ডেস্কঃ ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে টিম টাইগার ধারাবাহিকভাবে ভালো একদিনের ক্রিকেটে। টি-টুয়েন্টি ও টেস্টে খুব বেশি উন্নতি করতে না পারলেও ওয়ানডেতে উন্নতি চোখে পড়ার মতই। চলমান ওয়ানডে সুপার লিগে দূর্দান্ত সময় পার করছে তামিমের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল। ১২০ পয়েন্ট নিয়ে রয়েছে সবার উপরে। দ্বিতীয় অবস্থানে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ৯৫।
ওয়ানডে সুপার লিগের সেরা রান সংগ্রাহকের তালিকা প্রকাশের পর আইসিসি প্রকাশ করেছে বল হাতে সেরা খেলোয়াড়দের নাম। উইকেট নেওয়ার বিচারে তালিকার চতুর্থ স্থানে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৫ ম্যাচে সাকিবের উইকেট ২৫ টি।
তালিকার প্রথম স্থানে থাকা অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ১২ ম্যাচে তুলেছেন প্রতিপক্ষ্যের ২৮ উইকেট। জাম্পার সমান উইকেট নিলেও বেশি ম্যাচ খেলার কারনে দ্বিতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ডের ক্রিকেটার ইয়াং। তার সংগ্রহ ১৭ ম্যাচে ২৮ উইকেট। উইকেট নেওয়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইয়াংয়ের সতীর্থ ম্যাকব্রাইড। ১৮ ম্যাচে এই বোলার তুলেছেন ২৬ উইকেট।
সাকিব ছাড়াও সেরা দশে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: