ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

করোনা ভাইরাসে আক্রান্ত সাকিব!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২২ ০৫:৪১

সাকিব আল হাসান। ছবি সংগৃৃহীত সাকিব আল হাসান। ছবি সংগৃৃহীত

নট আউট ডেস্কঃ গেল কয়েক বছর ধরেই টেস্ট সিরিজ আসলে সাকিবকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। কখনো এই বিশ্বসেরা অলরাউন্ডার খেলতে চায়, আবার কখনো বিশ্রাম চায় বিসিবির কাছে। সর্বশেষ আফ্রিকা সিরিজে বহু নাটকীয়তার পর টেস্ট সিরিজ খেলতে রাজি হলেও পরবর্তীতে পরিবারের অসুস্থতার কারনে খেলা হয়নি তার। তবে আসন্ন শ্রীলংকা সিরিজে খেলার প্রস্তুতি নেওয়া সাকিব খেলতে পারবেন না প্রথম ম্যাচ। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে করোনায় আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। নিয়ম অনুযায়ী করোনা  পরীক্ষা করেই এই দুঃসংবাদ পেয়েছেন তিনি। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।

বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী  বলেন, ‘সাকিব আজ সকালে দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।’

সাকিব আগামী ১৫ মে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন কি না জানতে চাইলে মনজুরের ব্যাখ্যা, ‘সে অর্থে কোনো সুযোগ নেই। কারণ আমাদের কোভিড প্রোটকল অনুযায়ী পজিটিভ আসলে তাকে ৫ দিন আইসোলেটেড থালকতে হবে। সে ক্ষেত্রে সাকিবের পরবর্তী টেস্ট হবে আগামী ১৫ তারিখ।’

আসন্ন এই সিরিজের করোনাবিধি অনুযায়ী কোন ক্রিকেটার করোনা আক্রান্ত হলে থাকতে হবে ৫দিনের আইসোলেশনে। তাই ১০ তারিখ করোনা পজিটিভ আসায় সাকিবের আইসোলেশন শেষ হবে ১৪ তারিখ। এছাড়া এরপর নেগেটিভ হলেও ম্যাচ ফিটনেসের বিষয়ও আছে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।