ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পাওয়ার স্পন্সর ওয়ালটন

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৩ মে ২০২২ ০৩:২০

টাইটেল স্পন্সর হয়েছে মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার। ছবি: বিসিবি টাইটেল স্পন্সর হয়েছে মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার। ছবি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। ঘরের মাঠে এই সিরিজে পাওয়ার স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সিরিজের লোগো উন্মোচন ও স্পন্সরদের নাম ঘোষণা করা হয়। টাইটেল স্পন্সর হয়েছে মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার

সিরিজের নামকরণ করা হয়েছে ‘মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ-২০২২, পাওয়ার্ড বাই ওয়ালটন।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, টাইটেল স্পন্সর মিস্টার হোয়াইটের পক্ষ থেকে কাজী এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী রফিকুল আমিন, পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও সিএমও মো. ফিরোজ আলম, ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের খন্দকার আলমগীরসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে তানভীর আহমেদ বলেন, ‘আমি ধন্যবাদ জানাচ্ছি ওয়ালটন গ্রুপকে, যারা পাওয়ার্ড বাই হয়ে আমাদের পাশে আছে, ক্রিকেট বোর্ডের এই সিরিজটিকে স্পন্সর করার জন্য।’

ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ পরিচালক ও সিএমও মো. ফিরোজ আলম বলেন, ‘আজকে ওয়ালটন যে জায়গায় এসেছে, ক্রিকেট তার মধ্যে অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। ওয়ালটন ক্রিকেট প্রিয় একটি ব্র্যান্ড। আপনারা জানেন, সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগেও আমরা টাইটেল স্পন্সর হিসেবে ছিলাম। এরপর একটু ফাঁকা ফাঁকা লাগছিল, শ্রীলঙ্কা দল আসার পর আপনাদের সঙ্গে আজকে বসে আবার সেই ক্রিকেট উৎসবের আমেজটা অনুভব করছি। ধন্যবাদ এই সমর্থনটা রাখার জন্য।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে, শুরু হবে ২৩ মে থেকে।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।