ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সমাপ্তির পথে মুশফিকের টি-টুয়েন্টি ক্যারিয়ার!

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২২ ২১:১৮

দলে জায়গা হারাচ্ছেন মুশফিক। ফাইল ছবি দলে জায়গা হারাচ্ছেন মুশফিক। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড় কে এমন প্রশ্নে টুকটাক খোঁজ রাখা মানুষেরা স্বাভাবিকভাবেই বলবে মুশফিকুর রহিমের নাম৷ বাস্তবিক অর্থেই সঠিক উত্তরও এটি বটে ৷ 

পরিশ্রম অনুযায়ী সম্প্রতি সময়ে কার্যকর ফল না পাওয়ায় দুঃসময়ে দিন কাটাচ্ছে দেশ সেরা এই ব্যাটার৷ এমন সময়ে কোচের না চাওয়া ও বিসিবির চাপে খুব দ্রুত টি-টুয়েন্টি সংস্করণকে বিদায় বলতে পারেন বলে উঠেছে তীব্র গুঞ্জন৷

নির্ভরযোগ্য সূত্রতে জানা যায়, আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের স্কোয়াডে মুশফিকুর রহিমকে দলে চান না হেড কোচ রাসেল ডোমিঙ্গো। হেড কোচের চাওয়াতে যেহেতু বিশ্বমঞ্চে রাখা হয়নি ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে সেই হিসেবে ধরে নেওয়া যায় ফিট থেকেও স্কোয়াডে ডাক পাবেন না মুশফিক৷ এরপরেই অথবা স্কোয়াডে সুযোগ পেলেই আসতে বিদায়ের ঘোষণা৷ 

রাসেল ডোমিঙ্গকে নিয়ে ক্রিকেটপাড়ায় নানান সমালোচনা থাকলেও বিসিব প্রধানের কাছে প্রিয়দের একজন এই কোচ৷ এই কোচের সময়ে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি অবদান রাখা পাঁচ ক্রিকেটার হয়েছে সর্বোচ্চ অবহেলিত৷ মাশরাফির অধিনায়কত্বের পর টেস্ট ছেড়েছেন রিয়াদ, এরপর তামিমের নিরবতা ৷ মুশফিকের সাথে সম্পর্কও মোটেও ভালো নয়৷ 

 উল্লেখ্য, মুশফিকুর রহিম তার সর্বশেষ টি২০ ম্যাচে ২৫ বলে ৩০ রান করেছিলেন।

 

-নট আউট/এমআরএস/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।