পুরো ফিট না হলে একাদশে সুযোগ নেই সাকিবের: ডোমিঙ্গো
প্রকাশিত: ১৪ মে ২০২২ ০১:৩১

নট আউট ডেস্ক: সাকিব দলে না থাকলে দল সাজাতে বড় সমস্যা হয় বলে অকপটে স্বীকার করেছিলেন টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো৷ শুধু ডোমিঙ্গ নয় অধিনায়ক থেকে শুরু করে ম্যানেজম্যান্ট সকলেই বিশ্বাস করে দৃঢ় ভাবে৷ তবে টেস্ট খেলতে হলে শতভাগ ফিট থাকার বিকল্প নেই বলে করোনা মুক্ত সাকিবের প্রথম ম্যাচ খেলায় কিছুটা শঙ্কা দেখছেন ডোমিঙ্গ৷
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর করোনা পরীক্ষাঞ পজিটিভ রিপোর্ট আসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের৷ তবে স্বস্তি মিলেছে আজ৷ দ্বিতীয় পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ এসেছে৷ ফলে ধারনা করা হচ্ছে প্রথম টেস্টে মাঠে নামবে সাকিব৷ তবে সকলের আশায় যৌক্তিক কারনে কিন্তু বসিয়ে দিয়েছেন কোচ রাসেল ডোমিঙ্গ৷
ডোমিঙ্গো বলেন, সাকিব দলে থাকা মানে আলাদা সুবিধা পাওয়া৷ তবে সে সবে মাত্র সুস্থ হয়েছে৷ এটি আমাদের জন্য স্বস্তির৷ তবে আমাদের পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করতে হবে৷ দুই তিন-সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে ও ব্যাটিং বা বোলিং কিছু করেনি। হঠাৎ করে এসে পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলা কঠিন এবং পারিপার্শ্বিক অনেক কিছু চিন্তা করতে হবে। আমরা তাকে আগামীকাল পরীক্ষা করে দেখব।‘
শুধু ব্যাটিং বা বোলিং নিয়ে সাকিবের ফিটনেস পরীক্ষা হবে তা জানিয়েছেন ডমিঙ্গো, ‘নিশ্চিতভাবেই তার ফিটনেস পরীক্ষা করতে হবে। কোভিড থেকে সেরে উঠেছে মাত্র এবং খুব বেশি ক্রিকেট কিন্তু খেলেনি।
ডোমিঙ্গো আরও বলেন,যে কোনো দিনেই যে কেউ ফুল ফিট সাকিবকে তার দলে পেতে চাইবে। ৫০ বা ৬০ ভাগ ফিট একজন খেলোয়াড়কে টেস্ট ম্যাচ খেলানো কঠিন। পারফর্ম করার সুযোগ দেওয়ার জন্য একজন খেলোয়াড়কে পুরোপুরি ফিট হতে হবে।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: