ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

একাদশের ভাবনায় এগিয়ে অলরাউন্ডার মোসাদ্দেক

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৪ মে ২০২২ ০৩:০২

মোসাদ্দেক হোসেন সৈকত৷ ছবি সংগৃহীত মোসাদ্দেক হোসেন সৈকত৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট:  দুই দফা করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়ায় চট্টগ্রামে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে বাধা নেই সাকিব আল হাসানের। করোনামুক্ত এ অলরাউন্ডার শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন। আগামীকাল অনুশীলনে যোগ দিবেন।


তবে চট্টগ্রাম টেস্টে এ বাঁহাতি অলরাউন্ডারের খেলার সম্ভাবনা কম। ফিটনেস টেস্টে পাস করতে হবে সাকিবকে। আপাতত তাকে পাওয়া যাবে না ধরেই একাদশের পরিকল্পনা করছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।


সাকিবের জায়গায় অলরাউন্ডার হিসেবে একাদশের ভাবনায় মোসাদ্দেক হোসেন সৈকতই এগিয়ে আছেন। হেড কোচ রাসেল ডমিঙ্গো এমনটাই বলেছেন শুক্রবার।


বাংলাদেশের হয়ে তিন টেস্ট খেলা মোসাদ্দেক এবার টেস্ট দলে ফিরেছেন তিন বছর পর। ব্যাটিংয়ে নির্ভরতা যোগাতে পারবেন তিনি। সঙ্গে অফ স্পিন করবেন দলের চাহিদা অনুযায়ী লম্বা সময়। তাই অলরাউন্ডার হিসেবে চট্টগ্রাম টেস্টে তার খেলার সম্ভাবনা বেড়ে গেছে অনেকটা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের হেড কোচ মোসাদ্দেক সম্পর্কে বলেছেন, ‘সে (মোসাদ্দেক) আমাদের নির্বাচনের ভাবনায় আছে। সে বোলিং করতে পারে। সাকিব খেলতে না পারলে মোসাদ্দেক খেলার জন্য বিবেচনায় আছে।’
প্রথম টেস্ট খেলতে হলে দিনে ১৫ ওভার বোলিং ও ৩-৪ ঘন্টা ব্যাটিং করার মতো ফিটনেস অর্জন করতে হবে সাকিবকে। যা এখন খুবই কঠিন। কারণ মাত্রই করোনামুক্ত হয়েছেন তিনি। এজন্যই অলরাউন্ডার মোসাদ্দেকের দিকে নজর দলের।


ডমিঙ্গো বলেছেন, ‘বোলিং করতে পারে এমন কাউকে আমাদের বিবেচনা করতে হবে। এটা আমাদের জন্যও চ্যালেঞ্জিং। যেমন আমাদের ইয়াসির আলী রাব্বী আছে। সে দুর্দান্ত পারফর্ম করছে। কিন্তু আমাদের এমন কাউকে প্রয়োজন যে কিনা ১৫-২০ ওভার বোলিং করতে পারে। আমি নিশ্চিত না যে মুমিনুল ১০-১৫ ওভার বোলিং করতে পারে। শান্তও বোলিং করে কিন্তু ৬-৭ ওভারের বেশি নয়। আমরা শেষ দুই বছরই ৬-৭ নম্বরে ব্যাটিং এবং ১০-১৫ ওভার বোলিং করতে পারে এমন কাউকে খুঁজছি।’

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।