ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সেরা সংগঠক হিসেবে স্বর্ণপদক পেলেন পাপন

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৪ মে ২০২২ ০৭:০৫

সেরা সংগঠক পুরস্কার হাতে বিসিবি প্রধান৷ ছবি সংগৃহীত সেরা সংগঠক পুরস্কার হাতে বিসিবি প্রধান৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট:  বাংলাদেশের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সংগঠক পরিষদ মূলত ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনের নির্বাচনের সময় সক্রিয় হয়। যেটি ফোরাম নামে পরিচিত।
শুক্রবার কক্সবাজারে হোটেল রয়েল টিউলিপ-এ ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করেছিল ফোরাম। যে অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।


ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখায় বিসিবি সভাপতি ও বিওএ মহাসচিবকে বিশেষ পুরস্কার দিয়েছে ফোরাম। ২০১৫ থেকে ২০২২ সালে তথা গত ৮ বছরের অবদানের জন্য আজ অনুষ্ঠানে দুই সংগঠকের হাতে তুলে দেয়া হয় এক ভরি ওজনের একটি করে স্বর্ণপদক।


অনুষ্ঠানে ঈদ বোনাস হিসেবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বিসিবি থেকে ২ লাখ টাকা করে বোনাস ঘোষণা করেন বিসিবি সভাপতি।


এর বাইরেও জটিল কিডনী রোগে আক্রান্ত শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হকের চিকিৎসা ব্যয় নির্বাহে বিসিবি থেকে ৫ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন পাপন। ফোরামও এই ক্রীড়া সংগঠককে চিকিৎসার জন্য ২ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে।


চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের সঞ্চলনা ও উপস্থাপনায় অনুষ্ঠানে ফোরাম সভাপতি আ.জ.ম নাছির, ফোরামের মহাসচিব আশিকুর রহমান মিকুসহ জেলা-বিভাগের ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।