সংশয় থাকলেও সাকিবকে নিয়ে পরিকল্পনার ঘাটতি নেই লঙ্কানদের
প্রকাশিত: ১৪ মে ২০২২ ০৮:৪৬

নট আউট ডেস্ক: ইনজুরি ও করোনা ইস্যুতে একপ্রকার বিধ্বস্ত বাংলাদেশ ক্রিকেট দল৷ তাসকিন, মিরাজের ইনজুরি ও সাকিবের করোনা শনাক্তের পর কিছুটা পরিকল্পনায় পরিবর্তন এনেছে টিম টাইগার৷ সাকিব করোনা মুক্ত হলেও প্রথম ম্যাচে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা৷ তবে সাকিবকে নিয়ে ঠিকই পরিকল্পনা সাজিয়ে রেখেছে সফরকারীরা৷
আগামী ১৫ তারিখে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি৷ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুই দলই পরিকল্পনা সাজাচ্ছে পুরো পাঁচদিন নিয়ে৷ বাংলাদেশ বিশেষ করে সাকিবকে নিয়ে লঙ্কান অধিনায়ক বলেন, আমরা প্রস্তুতি নিয়েই সফরে এসেছি৷
দিমুথ করুনারত্নে বলেন, “যখন সাকিব ছিল, তখন তার জন্য আমাদের পরিকল্পনা ছিল। এবং এখনো তার জন্য আমাদের পরিকল্পনা আছে। সে সেরা একজন অলরাউন্ডার। আমরাও নিজেদের সেরাটা দিবো এবং দেখা যাক কীভাবে সব এগোয়।”
সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছেছে বিশ্বসেরা অলরাউন্ডার৷ আগামীকাল করবেন প্রথম অনুশীলন৷ ফিটনেস পরীক্ষায় সফলতার মুখ দেখলেই সুযোগ মিলবে প্রথম ম্যাচে৷
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: