মুশফিকের রিভার্স সুইপ অসাধারণ: ডোমিঙ্গো
প্রকাশিত: ১৪ মে ২০২২ ২১:২২

নট আউট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ট্রফির বিচারে অন্যতম সফল কোচ রাসেল ডোমিঙ্গো৷ এই কোচের অধীনে প্রথমবার টেস্টে জয় এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে৷ বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে রেকর্ড গড়েছে টিম টাইগার৷ এছাড়াও ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত দলের বিরুদ্ধে জিতেছে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ৷ তবুও বেশ কিছু কারনে সমালোচনা নিত্যদিনের সঙ্গী ডোমিঙ্গোর৷
বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে দেশের সিনিয়র ক্রিকেটারদের সাথে বৈষম্য করে এই হেড কোচ৷ মুশফিকের রিভার্স সুইপ খেলা নিয়েও নাকি রয়েছে ভিন্ন মত৷ মুশফিকের পছন্দের শর্ট নিয়ে খোলাসা করেছেন নিজেই ৷
শুক্রবার রাসেল ডমিঙ্গোও জানালেন, রিভার্স সুইপে তার কোনো আপত্তি নেই। তবে ঝুঁকিপূর্ণ এই শট খেলতে শিষ্যকে উপযুক্ত সময় বের করে নিতে বললেন, ‘যদি এটা (রিভার্স সুইপ) কোনো শট হয়ে থাকে এবং যদি আত্মবিশ্বাস নিয়ে খেলা যায়, যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই সেটা একটা অপশন। এটা খেলা নিশ্চয়ই কোনো দোষের নয়৷
তিনি আরও যোগ করেন, অসাধারণ রিভার্স সুইপ খেলতে পারে এবং এই শটে প্রচুর রানও করেছে। আমি মনে করি এটা খেলার জন্য উপযুক্ত সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কখন এই শটটা খেলবেন সেটা গুরুত্বপূর্ণ। কেন এই শটটা খেলবেন। ফিল্ডারদের বিভ্রান্ত করার জন্য কি এই শট?’
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: