উইকেটশূন্য দ্বিতীয় সেশন, শ্রীলঙ্কা ১৫৮/২
প্রকাশিত: ১৬ মে ২০২২ ০১:০২

স্পেশাল করেসপন্ডেন্টঃ সাগরিকার উইকেট রান স্বর্গ হিসেবেই পরিচিত। ব্যতিক্রম কিছু দেখা যাচ্ছে না বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টের প্রথম দিনেও। রোববার প্রথম সেশনে ২ উইকেট পড়েছিল বটে। দ্বিতীয় সেশনে বোলারদের হতাশায় পুড়িয়ে চিরচেনা ব্যাটসম্যানদের দাপটের ছবিটাই উজ্জল হয়েছে সাগরিকায়।
কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাটে চড়ে স্বস্তিতেই চা বিরতিতে গিয়েছে শ্রীলঙ্কা। দুজনই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। চা বিরতিতে যাওয়ার আগে লঙ্কানদের সংগ্রহ ২ উইকেটে ১৫৮ রান। কুশল মেন্ডিস ৫৪ ও ম্যাথুস ৫৪ রানে অপরাজিত আছেন।
আজ দিনের প্রথম সেশনে ২ উইকেটে ৭৩ রান তুলেছিল শ্রীলঙ্কা। আউট হয়েছিলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো। দুজনই ১৫ মাস পর টেস্ট খেলতে নামা নাঈম হাসানের শিকার হন। করুনারত্নে ৯ ও ওশাদা ফার্নান্দো ৩৬ রান করেন। পরে কুশল মেন্ডিস, ম্যাথুস বিপদ কাটিয়ে দলের রানা চাকা সচল করেছেন।
সাকিব, তাইজুলদের সুযোগ দেননি। ইনিংসের ৩৬তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। রান কম দিলেও উইকেট পাননি।
বরাবরের মতোই নির্বিষ পেস বোলিং করেছেন খালেদ আহমেদ। দুই রিভিউ নষ্ট করা শরীফুলও উইকেট শূন্য রয়েছেন।
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: