ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ম্যাথুসের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার স্বস্তির দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৬ মে ২০২২ ০৩:৪৫

ধনঞ্জয়ার বিরুদ্ধে সাকিবের সফল আবেদন। ছবি: বিসিবি ধনঞ্জয়ার বিরুদ্ধে সাকিবের সফল আবেদন। ছবি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট :চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটের আচরণ বদলায়নি। আগের মতোই ব্যাটসম্যানদের বুকে টেনে নেয়ার রীতি ধরে রেখেছে সাগরিকার ২২ গজ।

টসে হেরে বোলিং করা বাংলাদেশ দলের জন্য প্রথম টেস্টের প্রথম দিনটা সুখকর হয়নি। স্পিনাররা হাত বাড়ালেও বরাবরের মতোই নখদন্তহীন ছিল বাংলাদেশের পেস বোলিং। তাই তো প্রথম দিনে সুযোগ থাকলেও শ্রীলঙ্কাকে চেপে ধরা সম্ভব হয়নি। রোববার ম্যাচের প্রথম দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৮ রান। অ্যাঞ্জেলো ম্যাথুসের ১২তম টেস্ট সেঞ্চুরিই যার মূল রসদ। ম্যাথুস ১১৪ রানে ও চান্দিমাল ৩৪ রানে অপরাজিত রয়েছেন।

প্রথম দিনে আড়াইশো ছাড়িয়েছে শ্রীলঙ্কার স্কোর। আগামীকাল বল হাতে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে না পারলে সফরকারীরা প্রথম ইনিংসে বড় স্কোরই গড়তে যাচ্ছে। 

আজ দিনের প্রথম সেশনে ২ উইকেটে ৭৩ রান তুলেছিল শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দোকে ফেরান ১৫ মাস পর টেস্ট খেলতে নামা নাঈম হাসান। দিনের বাকি সময়ে অবশ্য বোলিংয়ে ধারহীন ছিলেন তিনি। 

দ্বিতীয় সেশনে কুশল মেন্ডিস-ম্যাথুসের জুটিই ভাঙতে সমর্থ হয়নি বাংলাদেশ। এ সময় ৮৫ রান যোগ করেন তারা।

চা বিরতির পর মেন্ডিসকে ফেরান তাইজুল। নাঈম ক্যাচ নেন। পরে সাকিব আউট করেন ধনঞ্জয়া ডি সিলভাকে। আরও ১-২টি উইকেট হয়তো দিনটা বাংলাদেশের করে দিতে পারতো। কিন্তু ম্যাথুস-চান্দিমাল সেটি হতে দেননি। ৭৫ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন তারা। 

ম্যাথুস ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি করেছেন। সেখানে অবশ্য মাহমুদুল হাসান জয়ের কিছুটা অবদান আছে। তাইজুলের বলে স্লিপে ম্যাথুসের ক্যাচ নিতে পারেননি তিনি। তখন ম্যাথুস ছিলেন ৬৯ রানে। 

দুই পেসার শরীফুল ও খালেদ হতাশ করেছেন সবাইকে। দিনভর ২৪ ওভার বোলিং করেছেন তারা। উইকেট পাননি। উল্টো শরীফুলের গগণবিদারী আবেদনে রিভিউ নিয়ে ভুলের ফাঁদে পড়েছে বাংলাদেশ। নষ্ট হয়ে দুটি রিভিউ। 

বাংলাদেশের নাঈম ২টি, সাকিব-তাইজুল ১টি করে উইকেট নেন। শ্রীলঙ্কার ওশাদা ৩৬, করুনারত্নে ৯, কুশল ৫৪, ধনঞ্জয়া ৬ রান করেন।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।