মাঠে উদার মানসিকতার পরিচয় দিলেন মুশফিক
প্রকাশিত: ১৬ মে ২০২২ ০৯:৩৯

নট আউট ডেস্ক: নিজেদের দেশে সংকট ও মুখরিত আন্দোলনের মাঝেও বাংলাদেশ সফরে এসেছে শ্রীলংকা ক্রিকেট দল৷ প্রকৃতির নিয়মে অপেক্ষার অবসানের পর মেঘমুক্ত আকাশে হয়েছে প্রথম দিনের খেলা৷ পড়ন্ত বিকেলে ৮১তম ওভারে উদার মানসিকতা প্রকাশ করছেন মুশফিকুর রহিম৷ ক্রিকেট মাঠে এমন ঘটনা প্রথম না হলেও যতবারই হয় ততবারে ক্রিকেটারদের প্রতি আলাদা ভালোবাসা জন্মে ভক্তদের৷
পিঠের ব্যাথায় যখন মাঠে বিশ্রাম নেন দিনেশ চান্দিমাল তখন ফাঁকা সময় কাজে লাগাতে পিচের সরে যাওয়া মাটি পূরণে আম্পায়াররা ডাক দেন মাঠকর্মীদের৷ খুব দ্রুত ট্রলি নিয়ে আসতে বড় বাঁধা বাউন্ডারি লাইন৷ সে সময় পাশেই ছিলেন মুশফিকুর রহিম৷ দৌঁড়ে এসে বাড়িয়ে দেন ভালোবাসার হাত৷
মুশফিক কোন দ্বিধাবোধ না করে ঠেলা গাড়িটি মাঠে প্রবেশ করাতে সাহায্য করেন । যে ব্যাপারটি ছিল অসাধারন । মুশফিকের এমন মানবিকতায় সত্যি তার প্রতি সম্মানটা বেড়ে যায়৷ কোন কাজকে ছোট করে না দেখা মুশফিকের এমন মহাত্মাকে সম্মান দিচ্ছে ক্রিকেট প্রেমিরা । মুশফিকের এমন কাজ সত্যি প্রশংসার যোগ্য ।
কিছুদিন আগে মা ছেলের ক্রিকেট খেলার একটা ভিডিও ভাইরাল হয় । ভাইরাল হওয়া সেই ছেলেটিকে ব্যাট জার্সি দিয়ে পাশে দাঁড়ায় মুশফিক৷
বাড়ির দারোয়ানদের সাথেও মুশফিকের দারুন সম্পর্ক , বিভিন্ন সময় হাসি মুখে তাদের খোঁজ খবর নিতে দেখা যায় মুশফিককে ।
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: