লাঞ্চের আগে স্বস্তি ফেরালেন নাঈম
প্রকাশিত: ১৬ মে ২০২২ ২২:১৮

স্পেশাল করেসপন্ডেন্টঃ অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমালকে টলানো যাচ্ছিল না। দিনের দেড় ঘন্টা খেলা হয়ে গেছে। সাকিব আল হাসানের নিয়ন্ত্রিত, বুদ্ধিদীপ্ত বোলিং, তাইজুল ইসলামের চেষ্টাও প্রতিহত হচ্ছিল দুই লঙ্কানের ব্যাটের দেয়ালে। উল্টো শ্রীলঙ্কার প্রথম ইনিংসের স্কোরটা লাফিয়ে লাফিয়ে ছুঁটছিল। সোমবার ম্যাচের দ্বিতীয় দিনের লাঞ্চের আগে আবারও ত্রাতা হয়ে ধরা দিলেন নাঈম হাসান।
এক ওভারে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান এ তরুণ অফস্পিনার। চান্দিমাল, নিরোশান ডিকওয়েলাকে দ্রুত ফিরিয়ে দেন ৩ বলের ব্যবধানে। একপ্রান্তে ম্যাথুস অটল হয়ে থাকলেও শেষ পর্যন্ত আজ দিনের প্রথম সেশনটা খারাপ যায়নি বাংলাদেশের। ৬ উইকেটে ৩২৭ রান তুলে লাঞ্চে গিয়েছে শ্রীলঙ্কা। ২৭ ওভারের সেশনে ২ উইকেট হারিয়ে ৬৯ রান যোগ করেছে তারা। ম্যাথুস ১৪৭, রমেশ মেন্ডিস ১ রানে অপরাজিত আছেন।
আজ দিনের শুরুতেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারে ক্যাচ দিয়েছিলেন ১১৯ রানে থাকা ম্যাথুস। খালেদের অফ স্ট্যাম্পের বাইরের বল ম্যাথুসের ব্যাট ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা পড়ে। আবেদন করেননি কেউই, বোলার-কিপার বা ফিল্ডার। পরে রিপ্লেতে দেখা যায় বল ব্যাটে লেগেছিল। আবেদন করলেই ফিরতে হতো গতকাল ৬৯ রানে জীবন পাওয়া ম্যাথুসকে।
পরের সময়টা চান্দিমাল-ম্যাথুসের ব্যাটে লঙ্কানদের এগিয়ে যাওয়ার সময়। ক্রমশ আগ্রাসী হয়ে উঠেন চান্দিমাল। হাফ সেঞ্চুরির পর তার এই চেষ্টাই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছে। নাঈমকে রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবির ফাঁদে পড়েন চান্দিমাল। তিনি ৬৬ রান করেন। ওই ওভারের পঞ্চম বলে ডিকওয়েলাকে (৩) বোল্ড করেন নাঈম।
পরে আর বিপদ হতে দেননি ম্যাথুস ও রমেশ মেন্ডিস। ৮৭ রানে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশের নাঈম।
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: