ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

চা বিরতি, লঙ্কান লোয়ার অর্ডার ভোগাচ্ছে বাংলাদেশকে

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৭ মে ২০২২ ০০:৫৯

সাকিবের ফাতা ফাঁদে পড়লেন লঙ্কান ব্যাটার রমেশ মেন্ডিস। ছবিঃ বিসিবি সাকিবের ফাতা ফাঁদে পড়লেন লঙ্কান ব্যাটার রমেশ মেন্ডিস। ছবিঃ বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ লাঞ্চের আগে নাঈম ইসলামের ঘূর্ণিতে জোড়া আঘাত। লাঞ্চের পরপরই সাকিব আল হাসানের জোড়া আঘাতে দুর্দান্তভাবে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ দল। ৩২৮ রানে অষ্টম উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু নবম উইকেটে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও বিশ্ব ফার্নান্দো। তাদের জুটি ২৩.৩ ওভারে ৪৭ রান যোগ করেছে।

চা বিরতির আগে ৮ উইকেটে ৩৭৫ রান তুলেছে শ্রীলঙ্কা। ম্যাথুস ১৭৮ ও বিশ্ব ফার্নান্দো ১৭ রানে অপরাজিত আছেন।  

অবশ্য এ জুটি ভাঙার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। চা বিরতির আগের ওভারে সাকিবের বলে বিশ্ব ফার্নান্দো মিড অনে ক্যাচ দিয়েছিলেন। মুশফিক ফেলে দিয়েছেন ১৬ রানে থাকা এ লঙ্কানের ক্যাচ। 

তার আগে নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম অনেক চেষ্টা করেছেন ম্যাথুস-বিশ্ব ফার্নান্দোর জুটি ভাঙতে। কিন্তু তারা টলাতে পারেননি লঙ্কান ১০ নম্বর ব্যাটসম্যানকে। দুর্দান্ত ডিফেন্সে বাংলাদেশের বোলারদের চেষ্টা রুখে দিয়েছেন তিনি। ম্যাথুসকে সঙ্গ দিয়ে দলের রানটা বড় করতে ভূমিকা রাখছেন বিশ্ব ফার্নান্দো।

লাঞ্চের পর দুই বলে রমেশ মেন্ডিস ও এম্বুলদেনিয়াকে আউট করেন সাকিব। হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন তিনি। যদিও হ্যাটট্রিক হয়নি। রমেশ বোল্ড হন এবং এম্বুলদেনিয়া এলবির ফাঁদে পড়েন।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।