নাঈম-সাকিবদের চাপে পথ হারিয়েছে লঙ্কানরা
প্রকাশিত: ১৭ মে ২০২২ ০৬:৩৩

নট আউট ডেস্ক: প্রথম টেস্টের প্রথম দিন শেষে কোন দল এগিয়ে ছিল তা এখন মোটেও মুখ্য কিছু নয়৷ দ্বিতীয় দিনে বেশ কয়েকটি ভুল সিদ্ধান্তের পরেও সাকিব-নাঈমের কল্যাণে রক্ষা পেয়েছে বাংলাদেশি বোলিং কোচ রঙ্গনা হেরাথের কথা৷ বলেছিলেন ৪০০ এর মধ্যে সফরকারীদের আটকাতে চাই৷ গুরুর কথা রক্ষা করেছেন সকলে মিলে৷
বাংলাদেশ অফ স্পিনার নাঈম হাসানের সফলতার দিনেও ব্যাট হাতে লড়াই করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস৷ তবে কষ্টদায়ক রূপে দেখা গেছে ম্যাথুসের ১৯৯ রানে আউট হওয়া৷ পড়ন্ত বিকেলে তামিম-জয় জুটি আরও স্বস্তি এনে দিয়েছে পুরো দলকে।
প্রথম দিন শেষে ম্যাথুস প্রশংসা করেছিলেন বাংলাদেশের বোলারদের৷ দ্বিতীয় দিনেও তা ছিল ধারাবাহিক৷ বোলারদের দাপটে নিজেরা পথ হারিয়েছে বলে মনে করেন টেস্ট ক্রিকেটে দূর্ভাগা এই ব্যাটার৷
ম্যাথুস বলেন, 'এই উইকেটে এটি পার স্কোর। এটি খুবই ভালো উইকেট। বাংলাদেশ অনেক ভালো বোলিং করেছে। তারা আমাদের কোন সুযোগ দেয়নি, কোনো সহজ রান করতে দেয়নি।
ম্যাথুস মনে করেন, তাদের সব বোলার ভালো করেছে, আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করেছে। আমাদেরকে কষ্ট করে রান নিতে হয়েছে। শেষ পর্যন্ত তারা ফলও পেয়েছে। আমরা মাঝপথে দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলেছি এবং পথ থেকে ছিটকে যাই। আমার মনে হয় আমরা ৫০-৬০ রান কম করেছি।'
-নট আউট/এমআরএস
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: